এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরসভা নিয়ে নতুন আইন আনছে তৃণমূল সরকার, জোর জল্পনা

কলকাতা পুরসভা নিয়ে নতুন আইন আনছে তৃণমূল সরকার, জোর জল্পনা

ফের রাজ্যে নতুন নিয়ম আসতে চলেছে। আর যে আইনে ভোটে না জিতেও মেয়র বা চেয়ারম্যান হওয়া যাবে বলে জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, কলকাতা পৌরসভার হাত ধরে রাজ্য এমনই এক প্রকার আইন আনতে চলেছে। বস্তুত, কলকাতা পৌরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম নির্বাচনে না জিতেই মেয়র হয়েছিলেন।

মূলত কলকাতা পৌরসভার পুর আইনে আনা সংশোধনীর ফলেই ফিরহাদ হাকিম এই মেয়র হতে পেরেছিলেন। আর এবার রাজ্যের পুর আইনেও সেই একই সংশোধনী আনা হচ্ছে। যার ফলে ভোটে না জিতেও পুরসভার চেয়ারম্যান হওয়া যাবে বলে জানা গেছে। বিধানসভার চলতি অধিবেশনেই এই বিল আনা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, প্রথমে ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভার মেয়র হলেও পরে 82 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে জয়ী হয়ে তিনি তার সেই মেয়র হওয়ার শর্ত পূরণ করেন। আর এবার রাজ্যের যে কোন পৌরসভার ক্ষেত্রে যদি কেউ আগে নির্বাচন ছাড়াই চেয়ারম্যান হতে চান, তাহলে তা হওয়ার পর তিনি নির্বাচনে জিতে আসার ব্যাপারে সেই একই আইন আনতে চলেছে রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!