এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরসভা নিয়ে নয়া আইন আসছে রাজ্যে , সই করলেন রাজ্যপাল

পুরসভা নিয়ে নয়া আইন আসছে রাজ্যে , সই করলেন রাজ্যপাল

 

এতদিন কোনো ব্যক্তি যদি মন্ত্রী হতেন, তাহলে তার আগে নির্বাচনে না দাঁড়ালেও হত। তবে মন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে তাকে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হত। তবে সরকারের একদম শীর্ষ পদের জন্য এই নিয়ম থাকলেও, পৌরসভা বা পঞ্চায়েত স্তরে এরকম কোনো নিয়ম ছিল না। ফলে পৌরসভার চেয়ারম্যান হতে গেলে বাধ্যতামূলক হিসেবে নির্বাচনে জয়লাভ করতেই হত। তবে এবার হয়ত বা এক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে। নির্বাচনে না দাঁড়িয়েও এবার হওয়া যাবে পৌরসভার চেয়ারম্যান।

সূত্রের খবর, সম্প্রতি বিধানসভায় পাস হওয়া পুর আইনের সংশ্লিষ্ট সংশোধনী বিলে মঙ্গলবার সম্মতিসূচক স্বাক্ষর করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আর যার ফলে নির্বাচনে না দাড়িয়েও এখন কোনো ব্যক্তি পৌরসভার চেয়ারম্যান হতে পারবেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এর ফলে রাজ্যের পৌরসভাগুলিতে চেয়ারম্যান হওয়ার জন্য কাউন্সিলর নির্বাচনে জয়ী হওয়ার প্রয়োজন হবে না। যে কোনো নাগরিক পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিয়ে তার কাজ চালাতে পারবেন। তবে তিনি চেয়ারম্যান হওয়ার ছয় মাসের মধ্যে ওই পৌরসভা এলাকার কোনো একটি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে।

আর বছরের একদম শেষ দিনে রাজ্যপাল বিধানসভার পাস হওয়া এই বিলে সম্মতি সূচক স্বাক্ষর করে দেওয়ায় এখন রাজ্যের পৌরসভাগুলির ক্ষেত্রে নতুন নিয়ম বলবৎ হল বলেই মত বিশেষজ্ঞদের। সাথে সাথে পৌরসভা এলাকার রাস্তাঘাট সহ যত্রতত্র থুতু ফেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে বলে বত একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!