এখন পড়ছেন
হোম > রাজ্য > বিধানসভায় সংশোধনী এনে হাওড়া পুরসভায় নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত শাসকদলের

বিধানসভায় সংশোধনী এনে হাওড়া পুরসভায় নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত শাসকদলের

এবার কর্পোরেশন গুলিতে প্রশাসক বসানো নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, গতকাল রাজ্য বিধানসভায় হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল পাস করে সেই হাওড়া কর্পোরেশন পরিচালনার জন্য প্রশাসক নিযুক্ত করা হল।

জানা গেছে, আগামী 11 ই ডিসেম্বর এই হাওড়া কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে। আর তাই তার আগেই সেইখানে প্রশাসক বসানোর সিদ্ধান্তে বিধানসভায় একটি বিল পাস করল রাজ্য সরকার। কিন্তু ঠিক কি আছে এই সংশোধনী বিলে?

এই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে কোনো কারণে নির্বাচন সম্ভব না হলে নির্ধারিত সময়ের পর কর্পোরেশনের বোর্ড অফ কাউন্সিল ভেঙে যাবে। আর কর্পোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য রাজ্য একজন প্রশাসক বসাবে। তবে ঠিক কতদিন প্রশাসক এই কর্পোরেশন চালাবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে গতকাল বিধানসভায় ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল পাস করে সেখানেও জানানো হয়েছে যে, কোনো কারণে পুরো নির্বাচন সম্ভব না হলে কর্পোরেশন গুলিতে প্রশাসকের কাজের মেয়াদ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। প্রসঙ্গত, গত তিনমাস ধরে রাজ্যের চন্দননগর কর্পোরেশনের দায়িত্বে একজন প্রশাসক রয়েছেন।

পাশাপাশি গত অক্টোবর মাসেই রাজ্যের মেয়াদ শেষ হয়ে যাওয়া 11 টি পুরসভাতেও প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। এদিন এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “সরকার চাইছে একসঙ্গে অনেকগুলো পুরসভার ভোট করাতে। এতে প্রশাসনিকভাবে সুবিধে হবে। তবে কতদিন প্রশাসক এই কাজ চালাবেন সেটা রাজ্যই ঠিক করবে।”

অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যদি কোথাও ভোটে কোনোরকম অসুবিধা হয় সেই কারণে তাদের সময়ই এই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে এদিন জানান রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি বিরোধীদের আরও অভিযোগ যে, এই রাজ্য সরকারের পাস করা দুটি বিলই সংবিধান বিরোধী। রাজনৈতিক মহলের মতে এ লোকসভা ভোটের পরেই রাজ্যের মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরসভা গুলির নির্বাচন করতে পারে রাজ্য সরকার। আর তাইতো নিয়ম না থাকলেও রীতিমতো বিল পাস করিয়ে হাওড়া কর্পোরেশনে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!