এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল, প্রশ্নমালা নিয়ে হাজির পিকের টীম !

পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল, প্রশ্নমালা নিয়ে হাজির পিকের টীম !


 

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ধরাশায়ী অবস্থা দেখা দিয়েছিল। আটটি আসনের মধ্যে সাতটি আসনেই ফুটে গিয়েছিল পদ্মফুল। যার মধ্যে অন্যতম আসন জলপাইগুড়ি। তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে পদ্মফুল ফোটার পরেই উত্থান ঘটতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। আর লোকসভায় তৃণমূলের পর্যদুস্ত হওয়ার পেছনে দলের একাংশের দুর্নীতি, জনসংযোগের অভাব এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রবলভাবে দায়ী, তা ফলাফল পর্যালোচনায় উঠে আসে।

আর এরপরই দলের রণনীতি কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেন ভোটগুরু বলে পরিচিত প্রশান্ত কিশোরকে। তৃণমূলের দায়িত্ব নেওয়ার পরেই দলকে সাফল্য পাইয়ে দিতে এখন পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সেই প্রশান্ত কিশোরের টিম।

জানা গেছে, ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সমীক্ষা চালাচ্ছে টিম পিকে। মূলত এখনও পর্যন্ত পৌরসভা নির্বাচনের দামামা না বাজলেও, তৃণমূল প্রস্তুতি নিতে বিন্দুমাত্র দেরি করতে নারাজ। আর তাই প্রশান্ত কিশোরের টিম জলপাইগুড়ি শহর এলাকায় গিয়ে সাধারণ মানুষের মতামত নিতে শুরু করেছে।

অর্থাৎ যে সমস্ত এলাকায় এতদিন তৃণমূলের কাউন্সিলররা ছিলেন, সেই এলাকায় কেমন কাজ হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের কাছে থেকে তথ্য সংগ্রহ করছেন তারা। পাশাপাশি যে সমস্ত এলাকায় তৃণমূলের কাউন্সিলর ছিলেন না, সেই সমস্ত এলাকায় তৃণমূলের নেতা এবং জনসাধারণের সঙ্গে কথা বলছে তৃণমূলের এই টিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, প্রশান্ত কিশোরের টিমের 3 সদস্য প্রায় দুই মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই তথ্য সংগ্রহ করছেন। আর এই তথ্য সংগ্রহ করেই তা তৃণমূলের কাছে পৌঁছে দিয়ে দলে স্বচ্ছ মুখকে প্রার্থী করার প্রয়াস চালানো হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

একাংশ বলছেন, গত পৌরসভা নির্বাচনে তৃণমূলের টিকিট অনেকেই পেয়েছিলেন। কিন্তু টিকিট পেয়ে জয়লাভের পর সেই সমস্ত নেতাদের দৌরাত্ম্য এবং স্বজনপোষণ অনেকটাই বেড়ে গিয়েছিল। যার ফলে লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল করেছিল তৃণমূল। আর তাই বিধানসভাকে পাখির চোখ করা তৃনমূল কংগ্রেস এখন পৌরসভা নির্বাচনে ভালো ব্যাক্তিকে প্রার্থী করে সাধারণ মানুষের জনমত নিজেদের দিকে আনতে চাইছে বলে মনে করছে একাংশ।

সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা এভাবে সমীক্ষা চালানোয় অনেক বর্তমান কাউন্সিলর টিকিট নাও পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, “প্রশান্ত কিশোরের টিম নিয়ে আমার কিছু বলার নেই। পৌরভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিটি এলাকার নেতাদের সঙ্গে আলোচনা চলছে।” তবে দলের জেলা নেতা যে কথাই বলুন না কেন, প্রশান্ত কিশোরের টিম পৌরসভা নির্বাচনে তৃণমূলকে ভালো ফলাফল করানোর জন্য এখন থেকেই যে উঠেপড়ে লেগেছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!