এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরভোটে প্রার্থী হওয়া নিয়ে জোর টক্কর কাউন্সিলরদের, চিন্তায় শাসক শিবির!

পৌরভোটে প্রার্থী হওয়া নিয়ে জোর টক্কর কাউন্সিলরদের, চিন্তায় শাসক শিবির!

রাজনৈতিক খিদে বড় খিদে। লাগাতার যদি কেউ ভাত খান, অনেক ক্ষেত্রেই রুচির পরিবর্তন করতে বা মুখের স্বাদ আনতে ভিন্ন স্বাদের খাবার খেতে আগ্রহী হন প্রত্যেকেই। তবে জনপ্রতিনিধি হওয়ার খিদে সব সময় থাকে রাজনীতিবিদদের মধ্যে। সামনেই পৌরসভা নির্বাচন। তাই এখন কাউন্সিলারের টিকেট পাওয়ার খিদে আরও বেশি পরিমাণে গ্রাস করেছে সমস্ত দলের কাউন্সিলরদের। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, ওয়ার্ড সংরক্ষণের ফলে বর্তমান কাউন্সিলরদের অনেকে চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন।

এখন তাদের একটাই চিন্তাভাবনা। সেটা হল, জনপ্রতিনিধি হওয়ার খিদে। বস্তুত, রেলশহর বলে পরিচিত খড়গপুর পৌরসভার অনেক কাউন্সিলার নিজের ওয়ার্ডের সংরক্ষণের জন্য এবার সেখান থেকে দাঁড়াতে পারবেন না। তবে অন্য ওয়ার্ড থেকে তাদের দল তাদেরকে টিকিট দেবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যেই তৃণমূলের যে সমস্ত কাউন্সিলরদের নিজেদের ওয়ার্ডে সংরক্ষণ হয়ে গিয়েছে, তারা যাতে অন্য ওয়ার্ড থেকে টিকিট পান, তার জন্য দলের বিধায়ক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের কাছে আবদার জানাতে শুরু করেছেন। তবে কারা টিকিট পাবেন, তা নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে চাইছে না তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে শহর তৃণমূল সভাপতি রবিশংকর পান্ডে বলেন, “কে প্রার্থী হবেন, সেটা দল ঠিক করবে। কাউন্সিলরদের ক্ষেত্রেও তাদের বিগত দিনের কাজ ও দলের সমীক্ষার উপর নির্ভর করে টিকিট দেওয়া হবে বলে দল জানিয়েছে। এক্ষেত্রে কাউন্সিলররা সকলেই টিকিট পাবেন, এমন কোনো কথা নেই।” আর শহর তৃনমূলের সভাপতির এই কথা এখন চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে তৃণমূলের কাউন্সিলারদের। তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, চিন্তা রয়েছে বিরোধী দল বিজেপি সহ বাম এবং কংগ্রেসের অনেক কাউন্সিলরদেরও।

অন্যদিকে এখনও পর্যন্ত পৌরভোটে প্রার্থী হওয়া নিয়ে বিজেপির তরফ কোনরূপ বৈঠক না হওয়ায়, খড়্গপুরের বিজেপির 3 কাউন্সিলর এবার টিকিট পাবেন কিনা, তা নিয়েও তাদের মনে সংশয় অব্যাহত। এদিন এই প্রসঙ্গে 26 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহেরা বলেন, “এখনও দলের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো বৈঠক হয়নি। এমনকি আমরা যারা কাউন্সিলর রয়েছি, তারা টিকিট পাব কিনা, সেটাও দল জানায়নি। ফলে কাউন্সিলর হিসেবে প্রার্থী হতে পারব কিনা, নিশ্চিত ভাবে বলতে পারব না।”

একই কথা শোনা গেছে খড়্গপুরের 33 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউনসিলর স্মৃতিকণা দেবনাথের গলায়। তবে খড়গপুর পৌরসভায় কংগ্রেসের তরফ থেকে 6 জন কাউন্সিলর অবশ্য প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো রকম চিন্তায় নেই। তাদের দাবি, দলের প্রতিনিধি হয়ে আমরা ওয়ার্ডে ভালো কাজ করেছি। তাই আশা করি আমাদের সকলেই প্রার্থী হবেন।

তবে রাজনীতিতে যেভাবে চোরা স্রোত বইছে, তাতে এবারের পৌরসভা নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের কাছেই 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ম্যাচ। আর সেই ম্যাচে খড়গপুরে রেল শহরের সাফল্য পেতে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় বর্তমান কাউন্সিলরদের আধিপত্য কতটা থাকে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!