এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুরভোটের আগে মন্ত্রীর হাত ধরে হেভিওয়েট নেতার যোগ তৃনমূলে, জোর শোরগোল !

পুরভোটের আগে মন্ত্রীর হাত ধরে হেভিওয়েট নেতার যোগ তৃনমূলে, জোর শোরগোল !

চিরকালই বামেদের দখলে ছিল শিলিগুড়ি পৌরসভা। কিন্তু মাঝেমধ্যেই এই পৌরসভা দখল করতে, নানা পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও তাদের অভীষ্ট পূরণ হয়নি। আর এবার পৌরসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সিপিএম থেকে বহিস্কৃত নেতা পরিমল মিত্র এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

জানা গেছে, এদিন শিলিগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে উত্তরবঙ্গ কোর কমিটি তৃণমূলের চেয়ারম্যান পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তৃণমূলে প্রবেশ করেন এককালের দাপুটে নেতা পরিমল মিত্র। আর ছাত্র রাজনীতি একসাথে করা দুই মুখ এখন এক দলে থেকেই রাজনীতি করায়, শিলিগুড়ি পৌরসভা দখল তৃণমূলের সময়ের অপেক্ষা বলেই মনে করছে একাংশ।

এদিন পরিমলবাবুকে নিজেদের দলে যোগদান করিয়ে গৌতম দেব বলেন, “পরিমলবাবুর সঙ্গে আমি ছাত্র রাজনীতিতে একসঙ্গে ছিলাম। দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করব। সিপিএমে তিনি আর থাকতে পারছিলাম না। তার বস্তি এবং স্বনির্ভর গোষ্ঠীর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। যিনি পদত্যাগ করে দিয়েছেন, তাকে আবার নতুন করে সিপিএম থেকে কিভাবে বের করবে!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!