এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরভোটে তৃণমূলকে টেক্কা দিতে প্রচারে নয়া ভাবনা বিজেপির, আশায় গেরুয়া শিবির!

পৌরভোটে তৃণমূলকে টেক্কা দিতে প্রচারে নয়া ভাবনা বিজেপির, আশায় গেরুয়া শিবির!

গত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির যে অবস্থা ছিল, বর্তমানে যে সেই অবস্থা নেই, তা তলায় তলায় মেনে নিচ্ছেন বিজেপির অনেক নেতা কর্মীরাও। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধিতা করে তৃণমূলের ক্রমাগত বিজেপি বিরোধী প্রচার গেরুয়া শিবিরকে রাজ্য অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে। সেভাবে তৃণমূলের প্রচারের পাল্টা প্রচার, বা মোকাবিলা না করার জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তবে সামনেই পৌরসভা নির্বাচন।

তারপর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি পাখির চোখ করেছে বাংলাকে। আর 2021 এর বিধানসভা নির্বাচনে যদি তাদের ভালো ফল করতে হয়, তাহলে তার আগে সেমিফাইনাল ম্যাচ হিসেবে পরিগণিত পৌরসভায় যে তাদের ভালো ফল করতেই হবে, সেই ব্যাপারে নিশ্চিত বঙ্গ বিজেপি। আর তাই এবার আসন্ন পৌরসভা ভোটের প্রচারের ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটের সুফল তুলে ধরতে চাইছেন তারা।

সূত্রের খবর, গত শুক্র এবং শনিবার দু’দিনব্যাপী কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আসন্ন পৌরসভা ভোট নিয়ে কলকাতায় বিজেপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে রাজ্যের সমস্ত জেলার সভাপতি সহ দলের সাংসদ, বিধায়ক এবং বিজেপি রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মূলত এই বৈঠকে আলোচনা হয়, কিভাবে আগামী দিনে পৌরসভা নির্বাচনের সাফল্য পাওয়া যাবে। আর সাফল্য পেতে গেলে প্রচার কৌশলে যে অভিনব আনা দরকার এবং তৃণমূলকে ব্যাকফুটে ফেলা দরকার, তা উপলব্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। আর তাই তো এবার নাগরিকত্ব আইন অপেক্ষা কেন্দ্রীয় বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্রের খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝানোর জন্য এক সপ্তাহব্যাপী একটি কর্মশালা হবে। যার জন্য আগামী 16 ফেব্রুয়ারি থেকে 23 শে ফেব্রুয়ারি পর্যন্ত দিনকে বাছা হয়েছে। যেখানে অর্থনীতির ওপর বিশেষজ্ঞ মানুষেরা উপস্থিত থেকে দলের নেতা-কর্মীদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝিয়ে দেবেন। আর তারপরই পৌরসভা ভোটের প্রচারের ক্ষেত্রে এই কেন্দ্রীয় বাজেটের সুফল তুলে ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন বিজেপি নেতা কর্মীরা।

অর্থাৎ,বিজেপি চেষ্টা করছে, এখন অন্যান্য ইস্যু অপেক্ষা কেন্দ্রের উন্নয়নমূলক ইস্যুর মধ্যে দিয়ে রাজ্যে তৃণমূলকে কুপোকাত করতে। সেদিক থেকে প্রচারে রাজ্য বাজেট যে অত্যন্ত ভিত্তিহীন বাজেট, তাও তুলে ধরা হবে বিজেপির পক্ষ থেকে বলে খবর। কিন্তু এভাবে কি সাফল্য পাওয়া সম্ভব হবে!

এদিন এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রহুল সিনহা বলেন, “গোটা রাজ্যজুড়ে আমরা কেন্দ্রীয় বাজেটের সুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরব। এই সাধারণ বাজেটের ফলে বিশেষ করে গরীব এবং মধ্যবিত্ত মানুষ কিভাবে উপকৃত হবেন তার ব্যাখ্যা দেওয়া হবে। একইসঙ্গে রাজ্য বাজেটের খামতিগুলো তুলে ধরা হবে। পৌরভোটের প্রচারে অবশ্যই সাধারণ বাজেটকে ইস্যু করবে দল।” সব মিলিয়ে এখন বিজেপি পৌরসভা ভোটে কেন্দ্রীয় বাজেটকে তুলে ধরে কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!