এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌর নির্বাচনে নতুন মুখ নাকি পুরোনোদের উপরেই ভরসা করে লড়াই! জোর জল্পনা

পৌর নির্বাচনে নতুন মুখ নাকি পুরোনোদের উপরেই ভরসা করে লড়াই! জোর জল্পনা

লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পেছনে রয়েছে দলের নিচুতলার নেতাকর্মীদের দুর্নীতি। আর ফলাফল পর্যালোচনায় দলের এই অসুখ ধরতে পেরেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি দলের পর্যবেক্ষক হিসেবে প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে, পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পদে ব্যাপক বদল আসবে। কেননা এই প্রশান্ত কিশোরের টিম বিভিন্ন জায়গায় সমীক্ষা করে খোঁজ নিতে শুরু করেছে যে, বর্তমান কাউন্সিলররা কতটা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।

সেক্ষেত্রে সাধারণ মানুষের মতামত যদি সেই সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে পড়লে, প্রশান্ত কিশোরের তরফ থেকে স্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী করার ব্যাপারে তৃণমূল সুপ্রিমোর কাছে রিপোর্ট করা হবে বলে মনে করেছিল একাংশ‌। তবে কোন জেলায় কি হবে, তা স্পষ্টভাবে বলা না গেলেও, উত্তর দিনাজপুর জেলায় আসন্ন তিনটি পৌরসভার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেভাবে নতুন মুখ আনছে না তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূল এবার তাদের প্রার্থী তালিকায় পুরনোদের মধ্যে 10 থেকে 15 শতাংশ ব্যক্তিকে বাদ দিতে পারে। সেক্ষেত্রে বাকি সবাই পুরোনোরাই প্রার্থী থাকবে বলে মনে করা হচ্ছে।

এদিন এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “আমাদের প্রার্থী নিয়ে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। 90% কাজ হয়ে গিয়েছে। তিনটি পৌরসভার দু-তিনটি ওয়ার্ডের ক্ষেত্রে একাধিক দাবিদার রয়েছেন। তাদের মধ্য থেকে নাম বাছতে হবে। দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর মাধ্যমে আমরা প্রার্থী তালিকা রাজ্যের কাছে পাঠিয়ে দেব। তারাই চূড়ান্ত অনুমোদন দেবেন। পৌর ভোটের দিনক্ষণ ঘোষণা হলে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করে দেব। তবে ভাবমূর্তি নিয়ে প্রশ্ন রয়েছে, এমন কয়েকজন প্রার্থী করা হবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মূল জোর দেওয়া হয়েছে, দলের প্রতি আনুগত্য এবং স্বচ্ছ ভাবমূর্তির ওপর।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব পৌরভোটে প্রার্থী করার ব্যাপারে অত্যন্ত সর্তকতামূলক পদক্ষেপ নিয়েছে‌। একদিকে স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের প্রার্থী করার কথা যেমন বলছেন তারা, ঠিক তেমনই এই প্রার্থী নিয়ে যাতে কোনরকম গোষ্ঠী কোন্দল না বাঁধে, তার জন্য পুরনো মুখের উপরেই ভরসা করার কথা শোনা যাচ্ছে জেলা তৃণমূল নেতৃত্বের গলায়। এদিকে এবার উত্তর দিনাজপুর জেলার এই পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে সমস্ত পৌরসভা দখল করতে উদ্যোগী হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকায় নতুন এবং তরুণ প্রজন্মের মুখকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, “প্রায় 95% প্রার্থী তালিকা বাছাইয়ের কাজ আমাদের হয়ে গিয়েছে। এলাকায় পরিচিতি রয়েছে, ভাবমূর্তি, ভালো তরুণ এবং নতুন মুখ এরকম প্রার্থী করার উপরে আমরা জোর দিয়েছি। তবে তৃণমূলের ভয়-ভীতি ও সন্ত্রাসের মোকাবিলা করে লড়াইয়ে থাকতে পারবেন, এমন প্রার্থীও এবার আমরা দিচ্ছি।” একইভাবে এতকাল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এই উত্তর দিনাজপুর জেলায় এবার লড়াই থেকে আগেভাগেই সরে যেতে নারাজ সেই হাত শিবির। তারাও প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে বলে খবর।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র বলেন, “আমাদের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গিয়েছে। আগামী 22 তারিখ জেলা কমিটির মিটিং রয়েছে। সেখানেই তিনটি পৌরসভার দলের টাউন কমিটির সভাপতিরা প্রাথমিক প্রার্থী তালিকা জেলা সভাপতির কাছে জমা দেবেন। তারপরেই তা চূড়ান্ত হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কোনোমতেই এই উত্তর দিনাজপুর জেলার পৌরসভা নির্বাচনগুলো শুধুমাত্র শাসকের উপর ছেড়ে দিতে নারাজ বিরোধীরা। তাই শেষ পর্যন্ত ভালো প্রার্থী দিয়ে বিরোধীদের যেমন টেক্কা দিতে চাইছে শাসকদল, ঠিক তেমনই শাসক দলকে টেক্কা দিয়ে তরুণ মুখের উপর ভরসা করে এগিয়ে যেতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এখন শেষ পর্যন্ত কাদের প্রার্থী তালিকায় বেশি চমক থাকে, কারা উত্তর দিনাজপুর জেলায় শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!