এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরসভা নির্বাচনে কারা টিকিট পাবেন, জানিয়ে দিলেন মমতা! তীব্র গুঞ্জন তৃণমূলে!

পৌরসভা নির্বাচনে কারা টিকিট পাবেন, জানিয়ে দিলেন মমতা! তীব্র গুঞ্জন তৃণমূলে!


সামনেই পৌরসভা নির্বাচন‌। বিগত লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে পৌরসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাত করতে এবং ভালো ফল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। কেননা আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই পৌরসভা নির্বাচনে ভালো ফল যে করতেই হবে, সে ব্যাপারে নিশ্চিত তৃণমূলের সমস্ত স্তরের নেতারা। কিন্তু পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করার চেষ্টা করলেও, কারা টিকিট পাবেন, তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে গুঞ্জন‌।

কারন প্রশান্ত কিশোরের টিমের তরফে নানা ওয়ার্ডের সমীক্ষা করে বর্তমান কাউন্সিলররা কেমন কাজ করেছেন এবং সেখানকার মানুষ কাকে প্রার্থী হিসেবে পছন্দ করছেন, তার ব্যাপারে তথ্য নেওয়া হয়েছে। আর প্রশান্ত কিশোরের টিমের এই তথ্য অনুযায়ীই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী ঠিক করবেন বলে মনে করা হচ্ছে।

তবে একটি ওয়ার্ড থেকে একাধিক ব্যক্তি প্রার্থী হতে চেয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের কাছে আবেদন করতে শুরু করেছেন। যা নিঃসন্দেহে বিরম্বনা বাড়াচ্ছে ঘাসফুল শিবিরের। কেননা এই সমস্ত ব্যক্তিরা যদি প্রার্থী হতে না পারেন, তাহলে ভোটের সময় অনেকেই নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়াতে পারেন বলেও মনে করেছিলেন একাংশ। তবে পৌরসভায় প্রার্থীর ব্যাপারে এবার নিজের মত জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা কর্মসূচি “বাংলার গর্ব মমতার” আনুষ্ঠানিক সূচনা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে কারা টিকিট পাবেন, তা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তারাই টিকিট পাবেন, যারা কাজ করবেন। আমার কাছে খবর আছে‌। সবার খবর আছে‌। কে কেমন পারফরম্যান্স করছে, তা আমি জানি। যে কাজ করছেন, নিশ্চিত থাকুন, টিকিট পাবেন‌। কিন্তু কাজ না করে শুধু নেতাদের ধরে টিকিট মিলবে না। মনে রাখবেন, দল সবার আগে।”

অন্যদিকে দলে গোষ্ঠীদ্বন্দ্ব যে বরদাস্ত করা হবে না, এদিনের সভা থেকে তা আরও একবার জানিয়ে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “দলকে ভালবাসুন। তাহলে দল আপনাকে দেখবে। কোনো দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দলের ভালো যারা চান না, তারা ইচ্ছা করলে দল ছেড়ে চলে যেতে পারেন‌। যারা নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করতে চান, তারাই দলে স্বাগত। দুর্নীতি করে এমন নেতার আমার কোনো দরকার নেই।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই উপলব্ধি করেছেন যে, গত লোকসভা নির্বাচনে অনেক জায়গায় তৃণমূলের পর্যদুস্ত হওয়ার কারণ দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতি। আর তাই তা থেকে শিক্ষা নিয়ে এবার এই দুটি জিনিস বন্ধ করার জন্য এদিনের মেগা কর্মসূচির উদ্বোধন থেকে ফের আরও একবার সমস্ত স্তরের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল নেত্রী “ভালো কাজ করলেই টিকিট পাবে” বলে মন্তব্য করলেও, প্রার্থী ঘোষণা হওয়ার পর তৃণমূলের অবস্থা কি হয়, টিকিট না পাওয়া নেতারা দলের বিরুদ্ধে সরব হয়ে কোনো পদক্ষেপ নেন কিনা, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!