এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বেজে গেল পুরভোটের দামামা, কি প্রস্তুতি নিচ্ছে তৃণমূল!

বেজে গেল পুরভোটের দামামা, কি প্রস্তুতি নিচ্ছে তৃণমূল!

2021 এর বিধানসভা নির্বাচনের আগে 2020 সালে রাজ্যের একাধিক পৌরসভার নির্বাচন যে হবে, তা কারোরই অজানা নয়। ইতিমধ্যে একাধিক পৌরসভার আসন সংরক্ষণের নোটিফিকেশন জারি হয়েছে। আর এই পরিস্থিতিতে বিন্দুমাত্র সময় নষ্ট না করে, ময়দানে নামতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

লোকসভায় তৃণমূল ব্যারাকপুরে ব্যাকফুটে চলে গেলেও, পৌরসভা নির্বাচনে যাতে এই পৌরসভা তাদের দখলেই থাকে, তার জন্য আগেভাগেই লড়াই শুরু করে দিয়েছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2015 সালের মে মাসে ব্যারাকপুর পৌরসভা নির্বাচনে তৃণমূল 19 টি আসন পেয়ে এই পুরসভা দখল করে। যেখানে চারটি সিপিএম এবং একটি আসন বিজেপির দখলে যায়।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিজেপির অস্বস্তি বাড়িয়ে তাদের এক কাউন্সিলর যোগ দেয় তৃণমূলে। তবে গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে দাঁড়ানো অর্জুন সিং জয়লাভ করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেন। কিন্তু অর্জুন সিং জয়লাভ করলেও ব্যারাকপুর পৌরসভা এলাকায় লিড নিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।

আর লোকসভার ফলাফলের রেশ কাটার কিছুদিনের মধ্যেই ফের রাজ্য রাজনীতিতে পরিবর্তন হতে শুরু করে। বিজেপিতে যাওয়া ব্যক্তিরা ফের ফিরে আসতে শুরু করেন তৃণমূল কংগ্রেসে। তবে তা সত্ত্বেও তৃণমূলের ভেতরে দুর্নীতিবাজ নেতারা দাপট দেখানোয় সাধারণ মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছেন বলে মনে করেছিল একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বর্তমানে নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে বিজেপি ব্যাকফুটে চলে গিয়েছে। মাঝেমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এই ইস্যুর বিরুদ্ধে মানুষের মতামত নিচ্ছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ব্যারাকপুর পৌরসভা নির্বাচনে গুটি সাজাতেও শুরু করেছে তারা। ইতিমধ্যেই এই পৌরসভা এলাকায় যে উৎসব হচ্ছে, সেই উৎসবের দায়িত্বও নিজের হাতে নিয়ে নিচ্ছেন তৃণমূল নেতারা।

যার ফলে সাধারণ মানুষের কাছে তারা নিজেদেরকে উপস্থাপিত করে দলের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু লোকসভায় বিজেপির পৌরসভা এলাকায় ভোট না পেলেও, তারা জয়লাভ করেছে। তাই এবার পৌরসভা নির্বাচনকে টার্গেট করে তারা যে ঝাপাবে, এটাই স্বাভাবিক।

সেক্ষেত্রে তৃণমূল কি বিজেপিকে মাত দিতে পারবে! এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান উত্তম দাস বলেন, “আসন সংরক্ষণের খসড়া তালিকা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। যখনই ভোট হোক, আমরা প্রস্তুত আছি। অনেক আগে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে 24-0 রেজাল্ট হবে। পদ্মের চাষ ব্যারাকপুরের মাটিতে হয় না। এখানে কেবলই ঘাসফুলের চাষ হয়।”

তবে মুখে তৃণমূল যাই বলুক না কেন, আসল কথা বলবে ভোটবাক্স। তবে যেভাবে তৃণমূল পৌরসভা নির্বাচনের দামামা বাজার অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে, তাতে বিজেপি প্রচারে যে কিছুটা হলেও ব্যাকফুটে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!