এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য পুরসভা, নাকি বিধানসভা ?মোদীর সঙ্গে সাক্ষাৎ দিলীপের, সংগঠন নিয়ে আলোচনা!

লক্ষ্য পুরসভা, নাকি বিধানসভা ?মোদীর সঙ্গে সাক্ষাৎ দিলীপের, সংগঠন নিয়ে আলোচনা!


বিজেপির টার্গেট, 2021 এ বাংলার বিধানসভায় উত্তীর্ণ হওয়া। সেইমত এখন থেকেই দলীয় সংগঠন তৈরি করতে সচেষ্ট হয়েছেন বিজেপি নেতারা। বারবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, বাংলা দখলের টার্গেট থেকে তারা কোনমতেই সরবেন না। আর এহেন একটা পরিস্থিতিতে এবার বাংলার দলের সাংগঠনিক অবস্থা এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর ঘরে প্রায় 15 মিনিট নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন বঙ্গ বিজেপির সভাপতি। দুজনের মধ্যে কি কথা হল, এখন তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, সামনে পৌরসভা এবং তারপর 2021 এর বিধানসভা নির্বাচন। লোকসভায় বাংলা থেকে বিজেপি 18 টা আসন পাওয়ার পর তারা বাংলা দখলের টার্গেট আরও বাড়াতে শুরু করেছে। তবে নিজেদের দলের গোষ্ঠী কোন্দল বিজেপিকে ভোগাচ্ছে চরম পরিমাণে।

সেদিক থেকে নাগরিকত্ব সংশোধনী আইনও বিজেপিকে খুব একটা সুবিধাজনক জায়গায় রাখতে পারেনি‌। তাই এই পরিস্থিতিতে পৌরসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। ঠিক কি আলোচনা হল প্রধানমন্ত্রীর সঙ্গে! এদিন বাইরে বেরিয়ে এসে এই ব্যাপারে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপি নেতা কর্মীদের মনোবল বাড়ানোর জন্য গত কয়েকদিন ধরেই বাংলার এমপিদের ডেকে পাঠাচ্ছেন মোদীজি। সেরকম ভাবেই আজ আমি গিয়েছিলাম। তাকে জানিয়েছি, পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়, তাহলে বিজেপির জয় নিশ্চিত।”

এদিকে বাংলায় বিজেপি নেতা, কর্মীদের উপর ক্রমাগত শাসক দল তৃণমূল কংগ্রেস হামলা চালাচ্ছে বলেও এদিন প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ বলে খবর। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন বিজেপির রাজ্য থেকে শীর্ষ নেতারা বাংলা দখল তাদের টার্গেট একথা মুখে বলতেন। কিন্তু এবার অমিত শাহের রাজ্য সফরের পর তিনি যেমন রাজ্য নেতাদের নিয়ে বৈঠকে সংগঠনকে চাঙ্গা করার কথা বলেছেন, ঠিক তেমনই প্রধানমন্ত্রীও বাংলা দখলের জন্য তার টার্গেট ঠিক করে ফেলেছেন বলে মনে করছে একাংশ।

আর সেই কারণেই এদিন দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে বাংলার ব্যাপারে নিজের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতারা বাংলা দখলের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!