এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সদ্য-সমাপ্ত হওয়া ভোটের ফলাফলে কি প্রভাব পড়বে আগামী পৌরসভা নির্বাচনে! জোর গুঞ্জন

সদ্য-সমাপ্ত হওয়া ভোটের ফলাফলে কি প্রভাব পড়বে আগামী পৌরসভা নির্বাচনে! জোর গুঞ্জন

 

কিছুদিন আগেই মহারাষ্ট্রে ফলাফল ঘোষণা হয়েছে। যেখানে বিজেপি সরকার গড়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী থাকলেও ম্যাজিক ফিগার দখল করতে পারেনি তারা। যার ফলে বিজেপির সাথে শিবসেনা জোট গড়ে সরকার গঠন করতে পারে বলে মনে করেছিল একাংশ। কিন্তু শিবসেনার পক্ষ থেকে বিজেপিকে ক্ষমতা দখলের ব্যাপারে ফিফটি-ফিফটি ফর্মুলা দেওয়ায় বিজেপি তা মানতে রাজি হয়নি। যার ফলেই তৈরি হয়েছিল জটিলতা।

আর এরপরই সরকার গঠন থেকে পিছিয়ে আসতে হয় ভারতীয় জনতা পার্টিকে। বর্তমানে বিজেপিকে চাপে রাখতে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট করে মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারে বলে জানা গেছে। আর এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার গঠন করা থেকে বিজেপি কিছুটা পিছিয়ে যাওয়ায় এবং বিজেপি-শিবসেনা জোট ভেঙে যাওয়ায় তার প্রভাব কি আগামী পৌরসভা নির্বাচনে পড়বে!

এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। জানা গেছে, আগামী 22 নভেম্বর মুম্বাইয়ে মেয়র নির্বাচন রয়েছে। বস্তুত, 2017 সালে বৃহনমুম্বাই নির্বাচনে বিজেপিকে টেক্কা দেয় শিবসেনা। যেখানে এককভাবে শিবসেনা 84 টি আসনে জয়লাভ করে এবং বিজেপি 82 টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে বিজেপির সমর্থন নিয়ে শিবসেনার পক্ষ থেকে মেয়র হন বিশ্বনাথ মহাদেশ্বর। ইতিমধ্যেই সেই মেয়রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

আর এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যখন বিভিন্ন মহলে গুঞ্জন চলছে, ঠিক তখনই কে পরবর্তী মেয়র হবেন, আর কারা সেখানে জয়লাভ করবে! তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলছেন, এই মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থী দেয় কিনা, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির মুম্বই ইউনিটের প্রধান মঙ্গল প্রভাত লোধা বলেন, “এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” এদিকে কংগ্রেসের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এসপির রইস শেখ। আর এখানেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভায় যেভাবে বিজেপি এবং শিবসেনার মধ্যে জোট ভেঙে গেছে, তাতে মেয়র পদে কংগ্রেস এবং এনসিপির পক্ষ থেকে শিবসেনাকে সমর্থন করা হতে পারে। তবে মেয়র পদ যদি শিবসেনাকে দেওয়া হয়, তাহলে বিভিন্ন কমিটিতে তাদের দলের নেতারা থাকবেন বলে দাবি করতে পারে এনসিপি এবং কংগ্রেস‌।

আর যদি শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌছতে পারে, তাহলে বিজেপির পক্ষে পৌরসভা নির্বাচন ফেস করা অত্যন্ত চাপের হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন গোটা পরিস্থিতি কোনদিকে এগোয়, তার দিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!