এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পাহাড়-সম লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দোটানায় – ৬, মুরলীধর সেন লেন

পাহাড়-সম লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দোটানায় – ৬, মুরলীধর সেন লেন


দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ে কিছুটা হলেও হতাশ এই রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। পাশাপাশি বাংলায় পদ্ম ফোটাতে রথযাত্রার কর্মসূচির আয়োজন করলেও তা এখন কার্যত বিশবাঁও জলে। তাই একটা পরিস্থিতিতে বাংলায় ঠিক কিভাবে মাথা তুলে দাঁড়ানো যায় সেই চিন্তায় দিন গুনতে শুরু করেছেন দিলীপ ঘোষেরা।

সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁরা আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের কোন কেন্দ্র থেকে ঠিক কে প্রার্থী হবেন সেই ব্যাপারে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জানা গেছে, লোকসভায় বিজেপির প্রার্থী হতে চেয়ে একাধিক আবেদনপত্র জমা পড়েছে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনে। যা নিয়ে একদিকে আশাবাদী গেরুয়া শিবিরের নেতারা, অন্যদিকে ঠিক তেমনি চিন্তায় গেরুয়া শিবির।

কিন্তু এক জেলা থেকে একাধিক ব্যক্তি প্রার্থী হতে চাওয়ায় এখন তীব্র সমস্যায় পড়েছে বিজেপি। কেননা এমনিতেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে দলের গোষ্ঠী কোন্দল। ফলে কোনো একজনকে প্রার্থী করলে অপর শিবির ক্ষুব্ধ হতে পারে এবং লোকসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠী কোন্দল আরও বৃদ্ধি পেতে পারে – তাই এখন ঠিক কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা কেন্দ্রের ওপরই ঠেলে দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই বিজেপির রাজ্য সদর দপ্তরে পাঁচশোর বেশি আবেদনপত্র জমা পড়েছে। যেখানে বুদ্ধিজীবী থেকে জেলা সভাপতি, আরএসএসের কার্যকর্তা থেকে বিশ্ব হিন্দু পরিষদের নেতা নেত্রী, এমনকি সংখ্যালঘু নেতারাও রয়েছেন। আর এতেই তীব্র উচ্ছ্বসিত রাজ্য বিজেপি।

অনেকের মতে, দলের সংগঠন যে বাড়ছে তা বিভিন্ন ব্যক্তিদের প্রার্থী হওয়ার আগ্রহেই স্পষ্ট। তবে এখনই কোন কেন্দ্র থেকে ঠিক কে প্রার্থী হবে সেই ব্যাপারে চূড়ান্ত তালিকা তৈরি করতে চাইছে না দল। রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, বিজেপি একটি সর্বভারতীয় দল। তাই কেন্দ্রীয় নেতৃত্বই লোকসভায় তাঁদের প্রার্থী স্থির করবে।

জানা গেছে, একটি লোকসভা কেন্দ্রের জন্য 5 জন প্রার্থীর নাম দিল্লির কাছে পাঠাবে রাজ্য বিজেপি। আর সেখান থেকেই কেন্দ্রীয় নির্বাচন কমিটি চূড়ান্ত নাম ঘোষণা করবে। অন্যদিকে যে ব্যক্তির জয়ের সম্ভাবনা যত বেশি তাঁকেই প্রার্থী করার ব্যাপারে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “লোকসভা নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের বেছে নেওয়ার ক্ষেত্রে জয়ের সম্ভাবনাকেই অগ্রাধিকার দেওয়া হবে।” সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রার্থী হতে চেয়ে অজস্র আবেদনপত্র জমা পড়লেও গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি এখন রাজ্যের কোন কেন্দ্রে কাকে প্রার্থী করে সেই ব্যাপারে শীর্ষ নেতৃত্বের কোর্টেই সমস্ত বল ঠেলে দিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!