এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিতর্ক বাড়িয়ে ‘গায়েব’ দাপুটে তৃণমূল নেতা! ক্রমশ অস্বস্তি তীব্র হচ্ছে শাসকদলের!

বিতর্ক বাড়িয়ে ‘গায়েব’ দাপুটে তৃণমূল নেতা! ক্রমশ অস্বস্তি তীব্র হচ্ছে শাসকদলের!

মুর্শিদাবাদের জলঙ্গির রাস্তাঘাট থেকে শুরু করে মিছিল-মিটিং, সকলের মুখে একটাই কথা, তহিরুদ্দিন মন্ডল কোথায়! কিন্তু কেউই তার উত্তর দিতে পারছেন না। তবে যাদের কাছে উত্তর আছে বলে মনে করা হচ্ছে, তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। যা নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার সাহেবনগরে গুলি চলার পর এখন অবস্থা অনেকটাই শান্ত।

তবে শাসক দল তৃণমূলের প্রতি সাধারণ মানুষের ভরসা যে অনেকটাই কমে গিয়েছে, তা কান পাতলেই বোঝা যাচ্ছে। এদিন এই ব্যাপারে এই গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত দলের তহিরুদ্দিন মন্ডল সম্পর্কে আড়ালে-আবডালে ক্ষোভ উগরে দিয়েছেন তৃনমূলের অনেক নেতা। এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “দল বুঝছে না, একটা ব্লক সভাপতি হারালে তা ফের পাওয়া যাবে।”

রীতিমত খেদের সঙ্গে তিনি জানান, “কিন্তু মানুষের মন গেলে আর তা ফিরে পাওয়া যাবে না।” এদিকে তহিরুদ্দিন মন্ডলকে নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ যে বাড়বে, তা বুঝতে পেরেই এদিন এই ব্যাপারে সাবধানী মন্তব্য করতে দেখা গেছে জেলা তৃণমূলের মুখপাত্র অশোক দাসকে। এদিন তিনি বলেন, “তহিরুদ্দিনকে গ্রেপ্তার করতেই হবে। তা নিয়ে কোনো সন্দেহ নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি স্পষ্ট করে দেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কখনও অন্যায়কারীর পাশে দাঁড়ায়নি। এক্ষেত্রেও দাঁড়াবে না।” তর অশোকবাবু একথা বললেও, যেভাবে একজন সামান্য তৃণমূলের ব্লক সভাপতিকে খুঁজতে হয়রান হতে হচ্ছে পুলিশ প্রশাসনকে, তা কি আদৌ বিশ্বাসযোগ্য! তাহলে কি তহিরুদ্দিন এতটাই দাপুটে নেতা যে, তাকে খুঁজতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ?

নাকি তৃণমূলের নেতারাই তহিরুদ্দিনকে আড়াল করে রেখেছেন! এদিন এই প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, “দিদির দল যদি অন্যায়কারীর পাশেই না দাড়ায়, তাহলে এক্ষেত্রে অন্যথা হল কেন!” অন্যদিকে এই ব্যাপারে এক বাম নেতা বলেন, “পাচারের কারবারে তহিরুদ্দিনের অর্থ বল তো কম নয়। সেই বলে দল এবং আইনের রক্ষকদেরও রসেবসে রাখছে সে। বিনিময়ে ক্ষমতা ভোগ করছে। এর বেশি আর কি চায় মানুষ!”

জানা যায়, বিগত বাম আমলে এক নেতার মোটরসাইকেল চালিয়ে বিখ্যাত হওয়ার পর রাজ্যের ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই তৃণমূলে যোগ দেন এই তহিরুদ্দিন মন্ডল। আর তারপরই দিনকে দিন নিজের দাপট বাড়াতে শুরু করেন তিনি। কিন্তু এই তহিরুদ্দিনের জন্যই যে এবার দলের ক্ষতি হচ্ছে, তা বুঝতে পারছেন তৃণমূলের অনেক নেতারাই। কিন্তু দলের বিরোধিতা করার জায়গা নেই।

আর তাইতো সেদিক থেকে তহিরুদ্দিনের গ্রেপ্তারি না হওয়ার ব্যাপারটিকে ভালোমতো নিচ্ছেন না তৃণমূলের অনেক নেতারাও। তাদের দাবি, হয়ত বা তহিরুদ্দিনকে বাচাচ্ছে দল। কিন্তু এক্ষেত্রে যেদিন আসছে, তাতে দলকেই বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে। তবে এখন এই তহিরুদ্দিন মন্ডল কবে ধরা পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!