এখন পড়ছেন
হোম > জাতীয় > মুর্শিদাবাদের বিধ্বংসী CAA-NRC আন্দোলনেও যুক্ত ছিল ধৃত আলকায়দা জঙ্গিরা? জেরায় হাতে বড় তথ্য

মুর্শিদাবাদের বিধ্বংসী CAA-NRC আন্দোলনেও যুক্ত ছিল ধৃত আলকায়দা জঙ্গিরা? জেরায় হাতে বড় তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় ধৃত আল-কায়দা জঙ্গী নিয়ে ইতিমধ্যেই তুমুল শোরগোল পড়েছে রাজ্য সহ দেশে। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মুর্শিদাবাদের ডোমকল থেকে 6 জন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করে। একইভাবে কেরালার এনার্কুলাম থেকেও তিনজন আল-কায়দা জঙ্গি ধরা পড়ে ভারতের বুকে। এভাবে আল-কায়দা জঙ্গি ধরা পড়ায় স্বাভাবিকভাবেই ভারতের নাম আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলেও। এই অবস্থায় জঙ্গীদের দিল্লি নিয়ে গিয়ে জেরার মুখে ফেললেন এনআইএ আধিকারিকরা।

এবং সেখানেই উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মুর্শিদাবাদে সিএএ এবং এনআরসি নিয়ে যে বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানেও এই জঙ্গীরা প্রভূত ভূমিকা গ্রহণ করেছিল। সেক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে উঠে এসেছে ধৃতদের ফেসবুক অ্যাকাউন্ট। সেখান থেকেই ভারত বিরুদ্ধ অনেক প্রমাণ উঠে এসেছে। অন্যদিকে ধৃতদের জেরা করে নাম পাওয়া গেছে আরও এক জঙ্গির। তার নাম মামুন আনসারি। ইতিমধ্যেই এই ব্যক্তির খোঁজ করতে চিরুনি তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, বিশেষ সূত্রে জঙ্গী কার্যকলাপের খবর পেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তল্লাশি চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে 6 জন এবং কেরল থেকে তিনজন আল-কায়দা জঙ্গি গ্রেপ্তার করে গত শনিবার। ধৃত জঙ্গীদের জেরা করে জানা গেছে, নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাঁরা ‘লোন উলফ’ হামলা চালানোর প্রক্রিয়া চালাচ্ছিল। জঙ্গিদের গ্রেপ্তার করে উদ্ধার হয়েছে বোমা তৈরীর উপাদান, দেশীয় পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জেহাদী কাগজপত্র সহ আরো অন্যান্য জিনিস।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনুমান করা হচ্ছে, ভারতের বুকে জঙ্গিদের যে কার্যকলাপ এতদিন ধরে চলেছে তার পেছনে হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইএর। এক্ষেত্রে আর্থিক মদত আসতো পাকিস্তান থেকেই বলে নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃতদের ফেসবুক অ্যাকাউন্ট এবং মোবাইল ও ল্যাপটপ দেখে পাকিস্তানের যোগ থাকার সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে যে 9 জন আল-কায়দা জঙ্গি ধরা পড়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে জানা গেছে, অন্তত চার জনের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা মিলেছে। বিশেষজ্ঞদের মতে, আপাতত জোরদার বিপদ থেকে বাঁচল ভারত। তবে এবার আরো কড়া নজর রাখতে হবে, যাতে ভারতের বুকে জঙ্গিগোষ্ঠী কার্যকলাপ বন্ধ হয়। ইতিমধ্যেই ভারতের বুক থেকে আরও জঙ্গি চক্র খুঁজে বার করতে তৎপর হয়েছেন এনআইএ আধিকারিকরা। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য থেকে আল কায়দা জঙ্গী ধরা পড়ায় বেড়েছে রাজনৈতিক চাঞ্চল্যও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!