এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মুর্শিদাবাদকে ভাঙার বিরোধিতা অধীরের, পাল্টা কি বললেন কুনাল!

মুর্শিদাবাদকে ভাঙার বিরোধিতা অধীরের, পাল্টা কি বললেন কুনাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্যে আবার নতুন সাতটি জেলা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে মুর্শিদাবাদকে ভেঙ্গে কান্দি এবং বহরমপুর নামে আলাদা জেলা করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর তারপর থেকেই গোটা বিষয়টি নিয়ে বিরোধিতা করতে শুরু করেছে একাংশ। ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর এবার অধীরবাবুর সেই বিরোধিতার পাল্টা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যেখানে অধীর চৌধুরীর বক্তব্য নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কুনাল ঘোষ বলেন, “অধীর চৌধুরীর বিষয়টি হলো, আমরা মুছে যাব, সেটাও ভালো। কিন্তু অন্যান্য মোছার বিতর্কে থাকব। তিনি মুর্শিদাবাদ থেকে কংগ্রেসকে মুছে দিতে পেরেছেন। মুর্শিদাবাদের মানুষ একটা ইতিহাসের সঙ্গে জড়িত। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সবাই নমস্কার জানায়। মুর্শিদাবাদের জন্য যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর যিনি মুর্শিদাবাদ থেকে কংগ্রেসকে মুছে দিয়েছেন, বাংলা থেকে কংগ্রেসকে মুছে দিয়েছেন, শুন্য পেয়েছেন, এখন বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছাড়ুন। মুর্শিদাবাদের সমস্ত রকম শ্রদ্ধা, সম্মান অটুট থাকবে।”

স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে অধীর চৌধুরীর কটাক্ষের জবাব দিলেন কুনাল ঘোষ। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, রাজ্য সরকার মুর্শিদাবাদের হৃতগৌরব পুনরুদ্ধার করতে সব সময় সচেষ্ট। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!