এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুর্শিদাবাদে বোমার আঘাতে আহত তৃণমূল কর্মী, পাণ্ডবেশ্বর তৃণমূল নেতার বাড়িতে ছোড়া হলো বোমা,কালিয়াচকে তৃণমূল সদস্যের বাড়িতে পাওয়া গেল আগ্নেয়াস্র

মুর্শিদাবাদে বোমার আঘাতে আহত তৃণমূল কর্মী, পাণ্ডবেশ্বর তৃণমূল নেতার বাড়িতে ছোড়া হলো বোমা,কালিয়াচকে তৃণমূল সদস্যের বাড়িতে পাওয়া গেল আগ্নেয়াস্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাতে মুর্শিদাবাদে বোমার আঘাতে আহত হলেন জনৈক তৃনমূল সদস্য সিরাজুল শেখ। মুর্শিদাবাদের জলঙ্গিতে এই ঘটনা ঘটেছে। তৃণমূল সদস্য সিরাজুল শেখ ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য। শৌচাগারে যাবার সময় বোমায় পা লেগে আহত হয়েছেন তিনি, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। শৌচাগারে মজুত করা বোমা থেকে তিনি আহত হয়েছেন।

আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় তৃণমূল অভিযুক্ত করেছে কংগ্রেসকে। তাঁর আত্মীয়রাও অভিযুক্ত করেছেন কংগ্রেসকে। তৃণমূল অভিযোগ করেছে যে, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই এই শৌচাগারে বোমা রাখা হয়েছিল। তবে, তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গতকাল রাত সাড়ে ১১টায় পাণ্ডবেশ্বরের তৃণমূল উপ প্রধান বাসুদেব ঘোষের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। উপপ্রধান বাসুদেব ঘোষ তাঁর বাড়ির দেওয়ালে বোমার দাগ দেখিয়েছেন। এই ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করেছে তৃণমূল। অভিযোগ করা হয়েছে রাজনৈতিক কারণেই, তৃণমূল নেতার বাড়িতে বোমা ছোড়া হয়েছে গতকাল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তবে, এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নি। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। বিজেপির দাবি, পাণ্ডবেশ্বরে তৃণমূলের তিনটি বিবাদমান গোষ্ঠী আছে, তাদেরই কেউ এই কান্ড করেছে।

অন্যদিকে, মালদহ জেলার কালিয়াচকে জনৈক তৃণমূল সদস্যের বাড়ি থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। গতকাল অকস্মাত্ চামাগ্রামের এই তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের অভিযান চলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান করেছিল পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তৃণমূলের এই কর্মী সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ আত্মীয়। এই ঘটনার পর থেকে তিনি বেপাত্তা। তার সন্ধান করছে পুলিশ।এই ঘটনায় শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করল বিজেপি শিবির। তবে, এ বিষয়ে তেমন কোন প্রতিক্রিয়া দেয় নি শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!