এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুর্শিদাবাদে সিপিএম কর্মীরা মা-বাবাকে প্রহারের অভিযোগে অভিযুক্ত তৃণমূল

মুর্শিদাবাদে সিপিএম কর্মীরা মা-বাবাকে প্রহারের অভিযোগে অভিযুক্ত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল অষ্টম দফার ভোটের পূর্বে গতকাল রাতে মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম কর্মীর বাড়িতে ঢুকে তাঁর বৃদ্ধ মা-বাবাকে প্রহারের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে প্রচণ্ড মারধর করে ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে সিপিএম কর্মীর মা ও বাবাকে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। তবে ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গতকাল রাতে ডোমকলের ডুবাপাড়া এলাকাতে জনৈক সিপিএম কর্মীর বাড়িতে অকস্মাত্ উপস্থিত হয় বেশ কিছু তৃণমূল কর্মী। বাড়িতে গিয়ে সিপিএম কর্মীর বৃদ্ধ মা-বাবাকে প্রচণ্ড মারধর করা হয়েছে বলে, অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রচণ্ড মারধরের পর আগ্নেয়াস্ত্র দেখিয়েও তাঁদেরকে ভয় দেখানো হয়েছে। গুরুতর আহত হয়ে ডোমকল মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।

গতকাল, ডোমকলের তিনজন সিপিএম কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বোমাবাজির অভিযোগ পর্যন্ত করেছে সিপিএম শিবির। তবে, সিপিএমের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। ইতিপূর্বেও বারবার রাজনৈতিক সংঘর্ষ দেখা গেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে। অশান্তি রুখতে মুর্শিদাবাদ জেলায় ব্যাপক পরিমানে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!