এখন পড়ছেন
হোম > জাতীয় > মাস্ক না পরলেই এখন থেকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, কঠোর দাওয়াই রাজ্য সরকারের

মাস্ক না পরলেই এখন থেকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, কঠোর দাওয়াই রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশ জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ, কিন্তু তেমন কোন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না মানুষের মধ্যে। সামাজিক দূরত্ব বিধি যেমন অমান্য করা হচ্ছে, তেমনি মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারেও অনীহা রয়েছে বহু মানুষের। এবার, এ বিষয়েই কঠোর পদক্ষেপ নিল ছত্রিশগড় সরকার। সম্প্রতি ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রকাশ্যে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলেই, তার কাছ থেকে জরিমানা আদায় করা হবে ৫০০ টাকা। করোনা সংক্রমণ রোধে এমনই কঠোর পদক্ষেপ নিল ছত্রিশগড় সরকার।

দেশজুড়ে গত কিছুদিন ধরেই করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে তীব্রভাবে। ছত্রিশগড় রাজ্যেও যার তীব্রতা বাড়ছে। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ১৪ জনের। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩,৩১৮ জন এই রাজ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমণ রোধ করতে মানুষকে বারবার সচেতন করা হলেও, রাজ্যের মানুষের মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার যেমন কমে গেছে, তেমনি সামাজিক দূরত্বও মান্য করা হচ্ছে না। এর ফলেই এবার কঠোর পদক্ষেপ নিল ছত্রিশগড় সরকার। আজ সকালে, ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রকাশ্য স্থানে মাস্ক ছাড়া কোন মানুষকে দেখা গেলেই , তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আবার করোনা বিধি সঠিকভাবে মেনে চলার নির্দেশও দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৫৯,১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মোট ২৫৭ জনের মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!