এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মুসলিম ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে” ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক হেভিওয়েট!

“মুসলিম ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে” ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে ধরে গালিগালাজ করছে বেশ কিছু ছাত্র বলে দেখা যাচ্ছে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই তৃণমূলের দিকে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এবার গোটা বিষয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। ইতিমধ্যেই এই ব্যাপারে শোরগোল তৈরি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে হুমকি সহ গালিগালাজ দেওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। আর সেই বিষয়কে হাতিয়ার করেই এদিন রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “এরা কারা! কি করছে! আর প্রশাসন কি করছে! এসবের পরেও চুপ করে বসে রয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে হচ্ছেটা কি? মুসলিম ছাত্রদের ভবিষ্যৎ ভালো করার জন্য এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তাহলে একই জায়গায় বারবার এই ধরনের ঘটনা কেন? কেন মুসলিম ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে!”

বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগেই আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। মূলত, তিনি এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেই পরিচিত। আর এই পরিস্থিতিতে আবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা বিরোধীদের হাতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নয়া অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!