এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী অসত্য বলেন-অভিযোগ শুভেন্দু আধিকারীর, একের পর এক কটাক্ষ সাংবাদিক সম্মেলনে

মুখ্যমন্ত্রী অসত্য বলেন-অভিযোগ শুভেন্দু আধিকারীর, একের পর এক কটাক্ষ সাংবাদিক সম্মেলনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সবথেকে বেশি আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে। কার্যত তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী হিসেবে সামনে এসেছেন একুশের বিধানসভা নির্বাচনের হাত ধরে। নির্বাচনের প্রাক্কালে তিনি একাধিকবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আর সেই ধারা এখনো বহাল আছে। আজকেও একইভাবে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি তীব্র কটাক্ষ করলেন। একই সাথে বিরোধী দলনেতার কটাক্ষের শিকার হলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আজকে বিজেপির হেস্টিংসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ ভলেন্টিয়ার্স ক্যাম্পেইন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমতি ডগ্গুবতী পূর্যান্ডশ্বরী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী রথীন্দ্র বোস, রাজ্য বিজেপির সহ-সভাপতি শ্রী প্রতাপ ব্যানার্জি এবং সাংসদ ডক্টর জয়ন্ত রায় সহ আরো অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখোমুখি হন সাংবাদিকদের। আর সেখানেই তিনি আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কার্যত মুখ্যমন্ত্রীকে অসত্য কথা বলেন বলে তোপ দেগেছেন শুভেন্দু।

এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলেন, ” নিজের ব্যর্থতা এবং অনুপ্রেরণা লিখে হোডিং টাঙানো ছাড়া, হাঁড়ি কলসি বিতরণ ছাড়া, বৈকালিক সাংবাদিক সম্মেলনে বড় বড় কথা বলা ছাড়া মুখ্যমন্ত্রীর কোন কাজ নেই।” পাশাপাশি রাজ্যে চাকরির অভাব শিল্পের অভাব নিয়ে মুখর হয়েছেন বিরোধী দলনেয়া। একই সাথে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলে অভিহিত করেছেন এদিন শুভেন্দু। প্রসঙ্গত, রাজ্যে বন্যা পরিস্থিতির তৈরি হওয়ার জন্য ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। একই সাথে ডিভিসিকে চিঠি দিয়ে আগামী তিন-চার দিন জল না ছাড়ার আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর এখানেই শুভেন্দু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে অসত্য বলছেন তা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন।  অন্যদিকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর প্রধানমন্ত্রীর তরফ থেকে যে টুইট করা হয়েছিল গতকাল, সেখানেও কিন্তু বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি যে দায়ী সে কথা মেনে নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে। অন্যদিকে বুধবার তৃণমূল কংগ্রেস সাংসদ দেব ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে নাম না করেই বিজেপিকে কটাক্ষ করেন।

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় কার্যত তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব হবেনা। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী নাম না করেই তীব্র কটাক্ষ করেন সাংসদকে। শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন তোলেন, পার্লামেন্টে কতদিন হাজির থাকেন সাংসদ, তার তালিকা দিতে। পাশাপাশি নাম না করে তিনি সংসদে হাজির থাকার পরামর্শ দেন সাংসদ দেবকে। অন্যদিকে শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা দেব কারো পক্ষ থেকেই কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই বক্তব্য যে আগামী দিনে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর বৃদ্ধি করবে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!