নবদ্বীপে তিন দিন নিরামিষ! একি ফতোয়া দিলেন পৌরসভার চেয়ারম্যান? নদীয়া-২৪ পরগনা রাজ্য March 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চৈতন্যদেবের আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপে লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে। কিন্তু অতীতে যা হয়নি, এবার তাই হলো। যেখানে কে কি খাবে, সেটা তার নিজস্ব ব্যাপার, সেখানে কার্যত নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান এই চৈতন্যদেবের আবির্ভাব তিথি উপলক্ষে সকলে তিন দিন নিরামিষ খাবেন বলে যে মন্তব্য করলেন, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, এদিন একটি বার্তা দেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান। যেখানে তিনি বলেন, “চৈতন্যদেবের আবির্ভাব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এখানে আসছেন। তারা সকলেই নিরামিষাশী। তাই আমরা পৌরসভার পক্ষ থেকে কোনো আইন নয়, আবেদন করছি, ১৩, ১৪, ১৫ মার্চ সকলে নিরামিষ খাবার খান। আমরা তো আইন করতে পারব না। কিন্তু আমরা সকলের কাছে আবেদন করছি। আশা করছি, এটাকে আইন ভেবেই সকলে পালন করবেন।” আপনার মতামত জানান -