এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার বড়সড় বিপাকে পড়তে চলেছে নেটফ্লিক্স? জেনে নিন বিস্তারে

এবার বড়সড় বিপাকে পড়তে চলেছে নেটফ্লিক্স? জেনে নিন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  OTT প্ল্যাটফর্ম কি সেটা আর এখনকার দিনে কাউকে বলে দিতে হয়না। সৌজন্যে করোনা ভাইরাস! আরে সত্যি। করোনা ভাইরাস না থাকলে কেউ কি আর এত অনলাইনে সিনেমা সিরিয়াল দেখার ধার ধরত? নাকি ছবি অনলাইনে মুক্তি পাওয়া প্রয়োজন হত। বর্তমানে এই OTT প্ল্যাটফর্মের দৌলতে সকলেই অনলাইনে আছেন।

এই অনলাইন সিনেমা দেখার অ্যাপের মধ্যে নেটফ্লিক বেশ জনপ্রিয়। শুধু দেশের না বিশ্বের বিভিন্ন ধরনের সেরা কাজ দেখার সুযোগ করে দেয় এই অ্যাপটি। তবে সম্প্রতি একটি ফরাসি সিনেমা ‘কিউটিজ’ নিয়ে সমস্যায় পড়তে হল নেটফ্লিক্সকে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়ে ক্ষমাও চাইলেন তারা। কি হয়েছিল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগকারীদের মতে, এই ছবির পোস্টারে কিশোরী অভিনেত্রীদের অশালীনভাবে তুলে ধরা হয়েছে। তাদের নাচের ভঙ্গিমাও আপত্তিজনক। যদিও মূল ছবির পোস্টারটি অন্য, তবুও নেটফ্লিকস ছবিটির ব্যবসা করতে এরকম একটি ছবি পোস্টারে দিয়েছে। আর এই নিয়েই সোশাল মিডিয়া সরগরম হয়ে উঠছে।

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই ছবিটির এপ্রিল মাসে ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংকটের জেরে তা মুক্তি পায়নি। পরে তা নেটফ্লিক্সে মুক্তি পায়। ‘কিউটিজ’ একটি কামিং এজ কমেডি ড্রামা। ছবির কাহিনি এগারো বছরের এমিকে নিয়ে। সমাজের বিধি-নিষেধের বেড়াজাল পেরিয়ে সে নাচ শিখতে চায়। তার সংগ্রামের কাহিনিই সিনেমায় তুলে ধরা হয়েছে। তবে অনলাইন ট্রেলার সহ ছবিটি এখনও ওয়েব প্ল্যাটফর্মে বিনা বাধায় দেখা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!