এখন পড়ছেন
হোম > রাজ্য > নবান্নের সিদ্ধান্তে সরকারি কর্মীদের বড় ধাক্কা ,জেনে নিন কি

নবান্নের সিদ্ধান্তে সরকারি কর্মীদের বড় ধাক্কা ,জেনে নিন কি

পুজোর আগে সরকারী বা বেসরকারী সব জায়গাতেই কাজের চাপ থাকে| কিন্তু সরকারী দফতরগুলিতে কোনো রকম বারতি কাজের দিন নির্ধারণ করা হয়না| কিন্তু এই বছর তা আর হলো না| বরং পুজোর আগে যাতে সম্পূর্ণ কাজ শেষ হয় তাই আগামী দুর্গাপুজো পর্যন্ত পরিবেশ দফতর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দফতরগুলি খোলা থাকবে। পুজো পর্যন্ত শনিবারগুলিও অফিস পুরোপুরি খোলা থাকবে অন্যদিনের মতো| ওই দিনও স্বাভাবিক কাজ হবে এবং সমস্ত কর্মীদের অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে – এমনি নির্দেশিকায় মাথায় হাত সরকারি কর্মীদের।পুজোর সময় বিভিন্ন রকমের পরিবেশ দূষণের সমস্যার (শব্দ, জঞ্জাল) সাথে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে সম্প্রতি মন্ত্রী দফতর এবং পর্ষদের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকেই নাগরিক পরিষেবার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার থেকেই এই নির্দেশ চালু করা হয়েছে বলেও জানা গিয়েছে।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেহেতু দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই তাই পুজোর আগে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি দ্রুত শেষ করার প্রয়োজন। সেই জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র| তিনি বলেন, পুজো পর্যন্ত শনিবারগুলিও অফিস পুরোপুরি খোলা থাকবে অন্যদিনের মতো| ওই দিনও স্বাভাবিক কাজ হবে এবং সমস্ত কর্মীদের অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু পর্ষদের এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ সরকারী কর্মীদের একাংশ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দুর্গাপুজোর সময় এরকম কোনও সিদ্ধান্ত আগে কোনওদিনই নেওয়া হয়নি তাহলে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!