এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নবান্ন সংলগ্ন এলাকায় একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বৈঠকে পরিবহন মন্ত্রী ও মেয়র

নবান্ন সংলগ্ন এলাকায় একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বৈঠকে পরিবহন মন্ত্রী ও মেয়র

এবার কোনা এক্সপ্রেসওয়েতে নবান্ন থেকে 6 নম্বর জাতীয় সড়কের ক্রসিং পর্যন্ত সার্ভিস রোড তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে সাঁতরাগাছি বাস টার্মিনাসের পাশে কিছুটা অংশে সার্ভিস রোড তৈরি করা হলেও বাদ বাকি অংশেও সেই রোড তৈরীর অত্যন্ত প্রয়োজনীয় বলে কদিন আগেই নবান্নের কাছে একটি প্রস্তাব দিয়েছিল হাওড়া পুরসভা।

আর পুরসভার তরফে এই প্রস্তাবেই এবার সবুজ সংকেত দিল রাজ্যের পরিবহন দপ্তর। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে হাওড়া পুরসভার মেয়র রথীন চক্রবর্তীর সঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বৈঠকও হয়েছে।

জানা গেছে, চলতি বছরই এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়েতে প্রবল যানজট কমাতে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই ছয় নম্বর জাতীয় সড়কের ক্রসিং থেকে দ্বিতীয় হুগলী সেতু পর্যন্ত মোট সাত কিলোমিটার এলিভেটেড করিডর তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই করিডর তৈরিতে যে জমির প্রয়োজন সেই জমি কি আদৌ আছে রাজ্যের হাতে?

জানা গেছে, এর জন্য রাজ্যকে নতুন করে কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। সরকারের হাতে যা রয়েছে তা দিয়েই তৈরি হবে এই করিডর। তবে এখন সকলেরই মূল লক্ষ্য সেই সার্ভিস রোড তৈরি। রাস্তার দু’ধার দিয়ে প্রায় 12 কিলোমিটার জুড়ে এই সার্ভিস রোড তৈরি হলে একদিকে যেমন শহরের যানবাহন গুলি চলাচলে সুবিধা হবে, ঠিক তেমনি কোনা এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়ে যে চাপ এতকাল পড়তো তা থেকেও অনেকটা মুক্ত হওয়া যাবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে সার্ভিস রোড তৈরি প্রসঙ্গে এদিন হাওড়া পুরসভার মেয়র রথীন চক্রবর্তী বলেন, “ইতিমধ্যেই আমার এই ব্যাপার নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। নবান্ন থেকে 6 নম্বর জাতীয় সড়কের ক্রসিং পর্যন্ত সার্ভিস রোড খুবই প্রয়োজনীয়। তাতে সব দিক থেকে সকলেরই সুবিধা হবে।” সব মিলিয়ে এখন এই সার্ভিস রোড ঠিক কবে তৈরি হয় সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!