এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অফিসে আসা নিয়ে একাধিক নতুন নিয়ম চালু করল নবান্ন – জেনে নিন বিস্তারিত

অফিসে আসা নিয়ে একাধিক নতুন নিয়ম চালু করল নবান্ন – জেনে নিন বিস্তারিত


করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই লকডাউন চলছিল। ফলে সমস্ত রকম অফিস বন্ধ ছিল। তবে সম্প্রতি পঞ্চম দফার লকডাউনে বেশকিছু শিথিলতা আনার পর রাজ্যের অফিসগুলো খুলে দেওয়া হয়েছে। তবে সেখানে সামাজিক দূরত্বকে মেনেই যাতে কাজ করা যায়, তার জন্য বার্তা দিয়েছে রাজ্য সরকার। তবে অফিস কাছারি খুলে দেওয়া হলেও, এবার এই ব্যাপারে নয়া নির্দেশ দিতে গিয়ে দেখা গেল নবান্নকে।

জানা গেছে, সোমবার সঠিকমাত্রায় বাসের অভাবে সামাজিক দূরত্বকে বিন্দুমাত্র মান্যতা না দিয়ে অফিসে আসতে হয়েছিল কর্মচারীদের। যার ফলে সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। তাই এই পরিস্থিতিতে এদিন অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে বলা হয়, “উপসর্গহীন কর্মী-অফিসারেরা রোস্টার অনুযায়ী আসবেন। তবে অল্প জ্বর, সর্দি কাশির মত উপসর্গ থাকলে অফিসে আসার দরকার নেই।”

অন্যদিকে কনটেইনমেন্ট জোন থেকে কোনো কর্মী বা অফিসারকে অফিসে আসতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অফিস কাছারি ধীরে ধীরে সচল করা হলেও, কোনো কর্মীর যদি শারীরিক অসুস্থতা থাকে, তাহলে তার শরীরের কথা চিন্তা করে যাতে অন্য কারও শরীরে ভাইরাস প্রবেশ না করে, তার জন্যই এখন সেই সমস্ত কর্মীদের অফিসে আসার ব্যাপারে কার্যত “না” করে দিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, উপসচিব মর্যাদার ঊর্ধ্বতন অফিসার বা যাদের অফিসে আলাদা বসার ব্যবস্থা আছে, তাদের প্রতিদিন নিয়ম করে অফিসে আসার কথা বলা হয়েছে। তবে একাধিক কর্মী যে সমস্ত জায়গায় একসঙ্গে বসে কাজ করেন, সেখানে 10 জনের বেশি কোনোমতেই থাকা যাবে না এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মধ্যে কার দূরত্ব 2 মিটার রাখতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।

এছাড়াও অফিসের মধ্যে কেউ যদি মাস্ক না পড়েন, তাহলে সেই ব্যাপারটা কড়াভাবে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, নিজেদের হাতকে জীবাণুমুক্ত করতে বারবার স্যানিটাইজার করা সহ নিজেদের শরীরের দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যত দিন যাচ্ছে, ততই করোনা ভাইরাসে আক্রমণের সংখ্যা বাড়ছে। তাই এই পরিস্থিতিতে অফিস কাছারি খুলে দেওয়া হয়েছে সরকারের তরফে।

যার ফলে সেই ভাইরাস বৃদ্ধির আশঙ্কা চরমে উঠেছে। এমতাবস্থায় যাদের জ্বর, সর্দির মত অসুখ রয়েছে, তাদের অফিসে আসার ব্যাপারে একেবারে না করে দেওয়া হল। অর্থাৎ সরকার চাইছে না, এই সময় পরিস্থিতি আরও বেগতিক হয়ে যাক। আর তাই লকডাউন শিথিল করে দেওয়া হলেও এবং অফিস কাছারি খুললেও, যাদের অসুস্থতা রয়েছে, তাদেরকে বাড়িতে থাকারই পরামর্শ দিল নবান্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!