এখন পড়ছেন
হোম > রাজ্য > নবান্নের মধ্যেই ডিএ নিয়ে বড়সড় আন্দোলনে নামলেন কো-অর্ডিনেশান কমিটি, বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার

নবান্নের মধ্যেই ডিএ নিয়ে বড়সড় আন্দোলনে নামলেন কো-অর্ডিনেশান কমিটি, বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার


রাজ্যে দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ ও কেন্দ্রীয়হারে বেতন না পাওয়ায় ক্রমশ বঞ্চনার মেঘ পুঞ্জীভূত হচ্ছিলো রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। এই নিয়ে বিভিন্ন দলের সরকারি কর্মচারী সংগঠন রাস্তায় নেমেছেন,প্রতিবাদ করেছেন।

প্রসঙ্গত, এই নিয়ে মামলাও চলছে এখন আদালতে। এখনো তা বিচারাধীন।স্যাট- থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট এর রায়ে ফের স্যাটে মামলা চলছে ডি এ নিয়ে। কিন্তু আর ধৈয্য ধরে বসে থাকতে পারছেন না সরকারি কর্মচারীরা। কেননা তাঁদের অভিযোগ যে সরকার তাদের অহেতুক এই ডি এ দিচ্ছেন না। ফলে আর্থিক দিক থেকে অপরিসীম ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।
আর তাই তাদের এই বঞ্চনার প্রতিবাদে এবার নবান্নের মধ্যেই ডিএ আন্দোলনের ঝড় তুলে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনকে কাঁপিয়ে দিয়ে বড়সড় আন্দোলনে নামলো কো-অর্ডিনেশান কমিটি।

জানা যাচ্ছে আজ নবান্নের মধ্যেই ডিএ -র দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কো-অর্ডিনেশান কমিটির সদস্যরা। পুলিশ প্রশাসন কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে সামিল হন নবান্নে কর্মরত সরকারি কর্মীরাও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রথমে নবান্নের এক তলায় ক্যান্টিনের কাছে কো-অর্ডিনেশান কমিটির সদস্য-রা ডিএ না পাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখতে শুরু করেন। আস্তে আস্তে তাদের সাথে যোগ দেন অনেক সরকারি কর্মী।তারপর সেখান থেকে নর্থ গেটে এসে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মীরা। এই নিয়ে পরিস্থিতি উত্তাল হওয়াতে পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী কো-অর্ডিনেশান কমিটির এক জন মহিলা সহ ২০ জন সদস্য কে এবং আটক করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গতঃ এই রাজ্যে ৬ষ্ট পে কমিশনের মেয়াদ ক্রমেই বাড়িয়ে চলেছে রাজ্য সরকার।  যেখানে দিল্লী সহ ভীন রাজ্যে কর্মরত রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রের হারে ডিএ দেওয়া হয় সেখানে এই রাজ্যের কর্মীদের সঙ্গে কেন বঞ্চনা করা হচ্ছে তা নিয়ে বারে বারে বিক্ষোভে উত্তাল হয়েছে পরিস্থিতি।

কিন্তু এর ফলে রাজ্য সরকারের ঘুম উড়েছে বলেই মত সংশ্লিট মহলের। কেননা নবান্নে এই প্রথমবার ডি এ নিয়ে এমন বড় কোনো আন্দোলন হলো। ফলে এবার মুখ্যমন্ত্রীর একটু নড়েচড়ে বসা উচিত বলেই মত রাজনৈতিকমহলের। কেননা ক্ষোভের আঁচ যখন নবান্ন পর্যন্ত পৌঁছেছে তাখন একটু সরকারি কর্মীদের দিকে তাকাবার সময় এসেছে বলে মনে করছেন কারকারী কর্মচারী বৃন্দ সহ রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!