এখন পড়ছেন
হোম > রাজ্য > পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও চিঠি এখনও পর্যন্ত আসেনি নবান্নে – দাবি মুখ্যমন্ত্রীর

পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও চিঠি এখনও পর্যন্ত আসেনি নবান্নে – দাবি মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে রাজ্যরাজনীতির সবথেকে চর্চিত বিষয় হল রাজীব কুমার কাণ্ড। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী ধরনা তুলে নিলেও এখনো চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারের যোগাযোগ ছিল কিনা তা নিয়ে চাপা গুঞ্জন কিন্তু রয়েই গিয়েছে রাজনৈতিকমহলের অন্দরে।

এরমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করে বসলেন,পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিঠি এখনো পর্যন্ত এসে পৌছায়নি নবান্নে। মুখ্যসচিব,স্বরাষ্ট্রসচিব,স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো চিঠিই আসেনি দপ্তরে। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোেপাধ্যায়।

সম্প্রতি একটি খবরে বেশ সরগরম হয়ে ওঠে রাজনৈতিকমহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের মারফত এমন খবরই প্রকাশ্যে আসে। এমনকি রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার মতো মারাত্মক অভিযোগও প্রকাশ্যে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোনো আইপিএস অফিসারের কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে উপস্থিত থাকার কোনো অধিকার নেই। কিন্তু অভিযোগ ওঠে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার মঞ্চে নাকি রাজীব কুমার উপস্থিত ছিলেন। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিভাগীয় তদন্তের নির্দেশ আসে বলে খবর পাওয়া যায়।

এই খবর প্রকাশ্যে আসতেই ফের মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চ থেকেই এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। স্পষ্ট ভাষায় জানান,কোলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ধর্নামঞ্চে আসেননি। এদিন তিনি নিজের বক্তব্যের সমর্থনে সওয়াল তুলে বলেন,রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কোনো চিঠি মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিবের তরফ থেকে নবান্নে আসেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!