এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নবান্নে মমতা-সৌরভ বৈঠক শুধুই কি “সৌজন্যে”? নাকি “বিশাল বড় অফারের” আলোচনা? বাড়ছে জল্পনা

নবান্নে মমতা-সৌরভ বৈঠক শুধুই কি “সৌজন্যে”? নাকি “বিশাল বড় অফারের” আলোচনা? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – ক্রিকেট মাঠে তার দাদাগিরি সকলেই দেখেছে। বাংলার মুখ বিভিন্ন সময় উজ্জ্বল করেছেন তিনি। তিনি আর কেউ নন, বাংলার সকলের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে রাজনীতিতে তিনি কবে ছক্কা মারবেন, তা নিয়ে কৌতুহল দীর্ঘদিনের। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির 2021 সালের মুখ্যমন্ত্রী মুখ হয়ে উঠতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সমস্তটাই জল্পনার পর্যায়ে ছিল।

তবে হঠাৎ করেই করোনা পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই নতুন করে বাংলার মহারাজকে নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে হঠাৎ করেই কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

জানা গেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে বেহালা দক্ষিণ শহরতলির একটা বড় আবাসন প্রকল্প রাজারহাটে জমি রয়েছে। আর সেই জমি নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকে সেই ব্যাপারে সমাধান নিয়ে কথা হয়েছে বলে খবর। অন্যদিকে ডোমজুড়ের সিএবির পক্ষ থেকে একটি স্টেডিয়াম তৈরি করার কথা রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই ব্যাপারেও বাংলার মহারাজের কথা হয়েছে বলে মনে করছে একাংশ। কিন্তু ঠিক কি কি বিষয় নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা হয়েছে, তার ব্যাপারে চূড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হঠাৎ করেই নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায় আগমন নিয়ে অন্য কারণ তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, সম্প্রতি নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে যে, বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর থেকে সরানো হতে পারে শাহরুখ খানকে। ফলে সেদিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বাংলার হেভিওয়েট মুখ যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, তাহলে তা গোটা বাংলার কাছে খুশির খবর হয়ে দাঁড়াবে। আর তাই কি রাজ্য সরকারের পক্ষ থেকে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য তার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এই বিষয় নিয়েও ইতিমধ্যেই জল্পনার পারদ আরও চড়তে শুরু করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কেননা শাহরুখ খান যদি বাংলার ব্র্যান্ড এম্বাসেডর পদ থেকে সরে যান, তাহলে বাংলার কোনো বিশিষ্ট মুখকে সেই পথে বসালে বাংলার গরিমা অনেকটাই বৃদ্ধি পাবে। সেদিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বাঙালি মুখ যদি সেই পথে বসেন, তাহলে তার থেকে আর কিছু ভালো হতেই পারে না।

তাই বাংলার মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এখন নানা সমীকরণের ইঙ্গিত দিতে শুরু করেছে। তবে ব্র্যান্ড এম্বাসেডর নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বা সৌরভ গঙ্গোপাধ্যায় কারওর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ব্যাপারে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, এখন তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!