এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বিধায়কদের ভাতা বাড়ানোর প্রস্তাব গেল নবান্নে, ভাতা বাড়ানোর পক্ষে জোর সওয়াল বিরোধী বিধায়কের

ফের বিধায়কদের ভাতা বাড়ানোর প্রস্তাব গেল নবান্নে, ভাতা বাড়ানোর পক্ষে জোর সওয়াল বিরোধী বিধায়কের

মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আয়োজন করা হয়েছিল। আর সেখানেই এবার বিধায়কদের দৈনিক ভাতা 1 থেকে 2 হাজার করার দাবিতে আওয়াজ তুলতে দেখা গেল বিধানসভার এস্টিমেট কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তীকে।

বস্তুত, এর আগে এস্টিমেট কমিটির পক্ষ থেকে এই ব্যাপারে অধ্যক্ষের কাছে সুপারিশ পত্র পাঠানো হলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে পাঠিয়ে দেন। কিন্তু এখনও পর্যন্ত অর্থ দপ্তরের প্রস্তাবে সম্মতি দেওয়া তো দূর অস্ত, উল্টে তা নাকচ করে সেই ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছেন।

কিন্তু বিধায়করা তাদের বেতন বৃদ্ধির জন্য যে দাবি জানাচ্ছেন, তাকে মান্যতা দিয়ে ফের অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের তরফে তা নবান্নে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর এদিন সেই ব্যাপারে ফের আওয়াজ তুলতে দেখা গেল কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক বলেন, “এই সরকার মন্ত্রীদের বেতন আড়াই গুণ করেছে, অথচ বিধায়কদের ভাতা বাড়ানোর ক্ষেত্রে তারা কিছুই করছে না। বিধায়কদের প্রতি সরকারের যদি এই আচরণ বজায় থাকে, তাহলে এই কমিটিতে থাকা না থাকা সমান। তাই সেই ক্ষেত্রে আমি এই কমিটি থেকে পদত্যাগ করব।”

আর বিরোধীদলের বিধায়কের এই মন্তব্য থেকেই এবার শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে এদিন ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শাসক-বিরোধী সকলে প্রস্তাব আনলেও চলতি অধিবেশনে তা ঝুলেই রইল। এদিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এনিয়ে কোনো আলোচনা হয়নি। তবে আগামী 8 জুলাই কমিটি পরবর্তী বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বস্তুত, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা, রাজনৈতিক হিংসার ঘটনায় শাসক-বিরোধী সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। কোথাও কোথাও জয় শ্রীরাম আবার জয় বাংলার লড়াইও প্রত্যক্ষ করা গেছে। আর এই পরিস্থিতিতে গোটা ব্যাপারটি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিজেপির বিরুদ্ধে বাম এবং কংগ্রেসকে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। যা নিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়।

সেইমতই এদিন অধ্যক্ষের কাছে উভয় পক্ষের তরফেই একটি পৃথক বয়ান প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। যেখানে সরকারপক্ষের পক্ষ থেকে একটি লিখিত বয়ান বাম এবং কংগ্রেসের কাছে পাঠানো হলেও তারা সেই প্রস্তাবে সম্মতি জানাননি। উল্টে বাম এবং কংগ্রেসের তরফ থেকে একটি সংশোধিত খসড়া অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। যাতে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা সুরও হয়েছে।

আর একই বিষয়ে ভিন্ন ভিন্ন বয়ানের একাধিক খসড়া জমা পড়ায় এদিনের বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনাই হয়নি। তবে আগামী 8 তারিখ এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে এখন ভবিষ্যতে এই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের বৈঠকে ঠিক কি উঠে আসে, এখন সেই দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!