এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় ‘নজিরবিহীন’ পদক্ষেপ জানালো নবান্ন

পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় ‘নজিরবিহীন’ পদক্ষেপ জানালো নবান্ন

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই ‘নজিরবিহীন সন্ত্রাস’ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, ফলে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করতে গেলে পঞ্চায়েতের নিরাপত্তার ভার তুলে দিতে হবে কেন্দ্রীয়বাহিনীর হাতে, কেননা রাজ্যের হাতে নেই পর্যাপ্ত বাহিনী – এই দাবিতে ইতিমধ্যেই আদালতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটের কাজে অংশগ্রহণকারী সরকারি কর্মচারীদের একাংশ। আদালত সেই মামলার সুবাদে রাজ্য প্রশাসনকে হলফনামা দিয়ে জানাতে বলেছে পঞ্চায়েতের সুরক্ষার জন্য প্রতি বুথের কি সুরক্ষা ব্যবস্থা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ।

এই পরিস্থিতিতে, নবান্ন সূত্রে পঞ্চায়েতের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের যে পদক্ষেপের কথা শোনা গেল তা এককথায় অভিনব ও নজিরবিহীন। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয়বাহিনী আনার কথা ভাবছে না রাজ্য। বিভিন্ন দফতর মিলিয়ে রাজ্যের হাতে মোট যে বাহিনী আছে, তার ভিত্তিতেই ভোটকেন্দ্র বিচারে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। নির্বিঘ্নে অবাধ ও সুষ্ঠু ভোট করার জন্য এবার ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ার ও ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স বা এনভিএফ। এই প্রথম নির্বাচনের কাজে সিভিক ভলান্টিয়ার বা ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স ব্যবহার করা হবে – সেই অর্থে নির্বাচনের নিরাপত্তায় নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!