এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পচা-গলা মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে অবশেষে বিবৃতি দিল নবান্ন, শুরু নতুন বিতর্ক?

পচা-গলা মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে অবশেষে বিবৃতি দিল নবান্ন, শুরু নতুন বিতর্ক?


করোনা পরিস্থিতির মধ্যে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই তীব্র বিতর্ক সৃষ্টি হয় গোটা রাজ্য জুড়ে। যেখানে দেখা যায় যে, পচা-গলা মৃতদেহ হুক দিয়ে টেনে ভ্যানে তোলা হচ্ছে। আর এর পরেই বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্যের সাংবিধানিক প্রধান গোটা বিষয়ে উষ্মা প্রকাশ করতে শুরু করেন। অনেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে দাবি করেন, এই মৃতদেহগুলো করোনা আক্রান্তদের মৃতদেহ। আর তাকে লুকিয়ে রেখেছিল প্রশাসন।

এখন তা বাইরে বের করা হচ্ছে। তবে এই গোটা ঘটনা নিয়ে যখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজ্যজুড়ে, ঠিক তখনই এই ব্যাপারে অবশেষে নিজেদের বক্তব্য দিল নবান্ন। সূত্রের খবর, এদিন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়‌। যেখানে জানানো হয়, মর্গে কিছু পচা গলা বেওয়ারিশ লাশ পড়েছিল। মূলত দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছিল‌। এই মরদেহগুলো সৎকারের বন্দোবস্ত করেছিল একটি এজেন্সি। সেই সময় যা ঘটেছে, তা বিক্ষিপ্ত ঘটনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নবান্নের তরফে আরও জানানো হয়েছে, কিন্তু সেই ঘটনা নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। অথচ বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এখন সেই মৃতদেহগুলো সম্পর্কে এই বার্তা দেওয়ায় এখন নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। কেননা একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর এই যেভাবে গোটা ঘটনা নিয়ে সরব হয়েছিল বিরোধী থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তাতে রাজ্য সরকারের অস্বস্তি অনেকটাই বেড়ে গিয়েছিল।

রাজ্যপালের পক্ষ থেকে বলা হয়েছিল, “মরদেহগুলো কোভিডের রোগীর কিনা, তা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। কিন্তু যারা ওভাবে মৃতদেহ টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছেন, তাদের কাছে আমার মৌলিক প্রশ্ন রয়েছে। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার কাছের কারও সঙ্গে এমন হলে কেমন লাগত আপনার! আমাদের দেশে মৃতদেহ সৎকারের মাধ্যমে মানুষকে শেষ শ্রদ্ধা দেখানো হয়। কিন্তু যে দৃশ্য দেখা গিয়েছে, তার শিউরে ওঠার মত ঘটনা।”

আর এরপর থেকেই এই বিষয় নিয়ে রাজ্য সরকারের বিবৃতি দাবি করেছিলেন সকলে। বিরোধীরা তো এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন। সাধারণ মানুষের মধ্যেও জাগছিল অনেক প্রশ্ন। অবশেষে গোটা ঘটনাকে যেভাবে ভিত্তিহীন বলে দাবি করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং মৃতদেহের সঙ্গে কোভিডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিল নবান্ন, তাতে নতুন করে বিতর্ক দানা বাঁধবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!