এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘নবান্ন থেকে সরে যান’ মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব বিকাশ রঞ্জনের ! হঠাৎ কেন একথা বললেন !

‘নবান্ন থেকে সরে যান’ মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব বিকাশ রঞ্জনের ! হঠাৎ কেন একথা বললেন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ পূর্ব বর্ধমানে দলীয় সভায় বক্তব্য রাখার সময় কিছু চাকরিপ্রার্থী নিয়োগের দাবী তুলতেই হট্টগোলের সৃষ্টি হয়।তার পরেই দেখা যায় মঞ্চ থেকেই সকলকে শান্ত হয়ে বসে থাকার পরামর্শ দেন তিনি সে সাথেই নিয়োগ আটকে থাকার কারণ স্পষ্ট করেন মঞ্চ থেকে ।আজ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বসে পড়ুন, ওটা কোর্টে আছে। কোর্টে গিয়ে বলুন। আপনারাই কোর্টে গিয়েছেন। কোর্টের নির্দেশে আমি নিয়োগ বন্ধ রেখেছি।” এর পরেই সরাসরি সিপিএমের হেভিওয়েট নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রসঙ্গ তুলে ধরে তীব্র আক্রমণ করেন মমতা ।

এই প্রসঙ্গে তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে বলেন “বিজেপি, সিপিএমের কেউ কেউ রোজ আমার মিটিংয়ে এই নাটকটা করছেন। আপনারা যারা কোর্টে গিয়ে কেস করেছেন, তারা কোর্টে গিয়ে বলুন। সিপিএমের যারা আপনাদের হয়ে সওয়াল করেছেন, সেই বিকাশবাবুদের গিয়ে বলুন। বিকাশবাবু আপনার তো টাকার অভাব নেই। আপনি যখন চাকরি বন্ধ করেছেন, চাকরি চালু করে দিন।”  এর এই পরিস্থিতিতে মঙ্গলবার আসানসোল দলের কর্মিসভা থেকে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করতেই  মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।

এদিন তিনি জানান জনরোষের হাত থেকে বাঁচতে এখন আমাকে ঢাল করার চেষ্টা করছেন উনি, পারবেন না । এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগের তীব্র প্রতিবাদ করে স্পস্ট জানান ‘উনি নবান্ন থেকে সরে যান। আমি কয়েক ঘণ্টার মধ্যে সব চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। উনি ১৪তলা থেকে আগে নামুন। তার পর চাকরি দেওয়ার দায়িত্ব আমার। স্বচ্ছভাবে সব নিয়োগ করতে আমার কয়েক ঘণ্টা সময় লাগবে ।চাকরি প্রার্থীরা মামলা করছেন কেন তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। সেই সব দেখে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। জনরোষের মুখে পড়ার আশঙ্কা করছেন উনি। সেই রোষ আমার দিকে ঘুরিয়ে দিতে আমার নাম করেছেন। মামলা করেছেন চাকরিপ্রার্থীরা। আর আইনজীবী হিসাবে এই মামলা লড়া আমার কর্তব্য’। স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে নিয়োগে দূর্নীতি হয়েছে আর এই মামলা লড়া আইনজীবী হিসাবে তাঁর কর্তব্য ।সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!