“নবান্ন থেকে তুলে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে” মমতাকে সরাতে ভয়ংকর আন্দোলনের বার্তা শুভেন্দুর! কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 5, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এত দিন অনেক নরমে, গরমে আন্দোলন হয়েছে। কিন্তু আর এই সরকারকে ছেড়ে কথা বলা যাবে না। এবার চোখে চোখ রেখে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে, তাতে রীতিমত চাপে এই রাজ্য। তবে এই আন্দোলনের ঝাঁজকে যে আরও বাড়াতে হবে এবং নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে ব্রিটিশদেরকে তাড়িয়ে ছেড়েছিলেন, সেই একই পন্থা অবলম্বন করে যে বাংলার মানুষকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করার জন্য লড়তে হবে, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে আন্দোলনের গঠন কি হবে, তার আভাস দিতেও দেখা গেল তাকে। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মমতা ব্যানার্জিকে এমনি সরানো যাবে না। নেতাজির পথেই মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে। একেবারে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তুলে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে।” আপনার মতামত জানান -