এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে হুহু করে বাড়তে পারে সংক্ৰমন! কেন্দ্রের সঙ্গে কথা বলবে নবান্ন

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে হুহু করে বাড়তে পারে সংক্ৰমন! কেন্দ্রের সঙ্গে কথা বলবে নবান্ন

করোনা মহামারী চলছে বিশ্বজুড়ে। ভারতে এর সংক্ৰমনকে আটকাতে কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে লকডাউন চালিয়ে যাচ্ছে। প্রথম দুদফায় লকডাউন শেষ – আজ থেকে শুরু হচ্ছে আরও দু সপ্তাহের জন্য লকডাউন। আর এই লকডাউনের জেরে সবথেকে অসুবিধার মুখে পড়েছেন – ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা।

কেননা, লকডাউনের ফলে আপাতত কোনো কাজ না থাকায় তাঁদের হাতে আসছে না অর্থ। অন্যদিকে, কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাঁদের জন্য যে রেশনের ব্যবস্থা করেছে – তা মিলবে সংশ্লিষ্ট নিজের রাজ্যে। এই অবস্থায় বাইরের রাজ্যে কার্যত অর্ধভুক্ত বা অভুক্ত অবস্থায় কোনোরকমে দিন গুজরান করতে পারছেন তাঁরা। আর তাই, এবার কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে – এই পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করে – তাঁদের নিজের নিজের রাজ্যে ফেরানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলাই বাহুল্য, বাংলারও হাজার হাজার শ্রমিক আটকে আছেন বিভিন্ন রাজ্যে। আর স্বাস্থ্য বিশারদরা আশঙ্কা প্রকাশ করছেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে পশ্চিমবঙ্গে এক ধাক্কায় সংক্রমণের হার অনেকটাই বেড়ে যেতে পারে। যা নিশ্চিতভাবেই রাজ্যের ঘুম ওড়াবে। প্রসঙ্গত, গতকালই মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে ফেরা সাত জন দিনমজুরের করোনা পরীক্ষার ফল পজ়িটিভ মিলেছে। ফলে, আশংকার কালো মেঘ সবসময়েই রয়েছে।

আর তাই, এই সব পরিযায়ী শ্রমিকদের ফেরানোর আগে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে নিতে চায় নবান্ন। নবান্ন সূত্রে জানা গেছে, কেন্দ্র সরকারকে অনুরোধ করা হবে, একবারে সব শ্রমিকদের রাজ্যে না পাঠিয়ে ধাপে ধাপে ট্রেনে করে ফেরালে, সুবিধা হবে। তাহলে সুষ্ঠু ভাবে তাঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা, বাড়ি পৌঁছে দেওয়া ও দরকার মতো কোয়রান্টিনের ব্যবস্থা করতে পারবে রাজ্য। যা নিঃসন্দেহে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এই পরিপ্রেক্ষিতে সেই আলোচনা কতটা ফলপ্রসূ হয় – সেদিকেই আপাতত চোখ থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!