এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবান্নটাই দলীয় কার্যালয়, শুভেন্দুকে কি বলেছিলেন মমতা? সামনে এলো বড় তথ্য!

নবান্নটাই দলীয় কার্যালয়, শুভেন্দুকে কি বলেছিলেন মমতা? সামনে এলো বড় তথ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি দপ্তরটাকে দলীয় কার্যালয় পরিণত করেছেন, তা আজকে নতুন নয়। বারবার এই বিষয় নিয়ে প্রশ্ন ওঠার পরেও এই রাজ্যের শাসক দল মানুষের সমর্থন পায় কি করে, সেটাই বড় প্রশ্ন। সম্প্রতি মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে নবান্নে দলীয় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুবাবুকে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে তাকে কি বলেছিলেন, সেই বিষয়টি প্রকাশ্যে এনে দিলেন।

প্রসঙ্গতহ মানিকতলার প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় বৈঠক নবান্নে করা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মমতা ব্যানার্জি এই সমস্ত কিছু করেন। কিন্তু তারপরেও উনি বেশি ভোট পান। সুতরাং এটাতে আমার বলার কি আছে! এর আগে যখন মৌসম বেনজির নুরকে আমি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে নবান্নে নিয়ে গিয়েছিলাম, তখন উনি বলেছিলেন, আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম, তৃণমূল ভবনে যোগদান হবে। কিন্তু উনি ওই নবান্নেই ওনাকে জয়েন করিয়েছিলেন। সুতরাং মমতা ব্যানার্জির কাছ থেকে এগুলো নতুন কিছু নয়।”

অর্থাৎ আজকে মানিকতলা উপনির্বাচন নিয়ে মমতা ব্যানার্জি হয়ত দলীয় বৈঠক করেছেন, তাই সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। কিন্তু অতীতেও কার্যত প্রথম থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি দপ্তরটাকে নিজের দলের দপ্তর বলেই ভাবেন, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!