এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নবীনের জয়গানেই একুশে বাজিমাত করতে চান মমতা, নতুন দায়িত্বে একঝাঁক তরুণ তুর্কি – দেখুন বিস্তারে

নবীনের জয়গানেই একুশে বাজিমাত করতে চান মমতা, নতুন দায়িত্বে একঝাঁক তরুণ তুর্কি – দেখুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচনের দিকে তাকিয়ে এবার বাংলায় তৃণমূলের ফ্রন্টলাইনে দায়িত্বে এলেন এক ঝাঁক নতুন মুখ। মনে করা হচ্ছে, এই তরুণ তুর্কীদের কাঁধে ভর দিয়ে আগামী দিনের নির্বাচনে বাজিমাত করতে চলেছেন তৃণমূল নেত্রী। একুশে জুলাই এর মঞ্চ থেকেই একুশের বিধানসভা নির্বাচনের হাত ধরে আবার ফিরে আসার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর সেই সূত্রেই বৃহস্পতিবার দলীয় বৈঠক ডেকে ব্যাপক রদবদল করলেন দলনেত্রী।

আর এই রদবদলের হাত ধরেই উঠে এসেছে একঝাঁক নতুন মুখ। তৃণমূল নেত্রীর কথা অনুযায়ী মনে করা হচ্ছে, এবার নতুনদের হাতে ব্যাটন তুলে দিয়ে তাঁদের সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একুশের বিধানসভার লড়াইতে যারা গোটা জেলায় দৌড়ে বেড়াতে পারবেন, তাঁরাই এবার সামনে এলেন। নতুনদের মধ্যে উল্লেখযোগ্য যাঁরা দায়িত্ব পেলেন তাঁরা হলেন- লক্ষ্মীরতন শুক্লা, দুলাল মূর্মু, মহুয়া মৈত্র, পার্থপ্রতিম রায়, শ্যামল সাঁতরা, গুরুপদ টুডু প্রমুখরা।

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে এবার হাওড়া জেলার শহর সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে। এ নিয়ে এমনিতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। তাঁর জায়গায় সভাপতি পদের দায়িত্ব নিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। অন্যদিকে এতদিন কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে ছিলেন মহুয়া মৈত্র। এবার তাঁকে গোটা নদীয়া জেলার দায়িত্ব দিয়ে তৃণমূলের সভাপতি করা হয়েছে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বহুল প্রচলিত। আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আটকানোর জন্য এবার কোচবিহার জেলা সভাপতির দায়িত্বে এলেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। অন্যদিকে লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের ওপর কর্তৃত্ব হারিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার সেদিকে গুরুত্ব দিয়ে জঙ্গলমহলের তিন জেলায়, যথা- বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে যথাক্রমে সভাপতি পদে এলেন শ্যামল সাঁতরা, দুলাল মূর্মু এবং গুরুপদ টুডু। সূত্রের খবর, পুরুলিয়া থেকে শান্তিরাম মাহাতো এবং ঝাড়গ্রাম থেকে বীরবাহা সোরেনকে তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বীরবাহা সোরেনকে ঝারগ্রা্মের চেয়ারম্যান পদে রাখা হয়েছে বলে জানা গেছে। উত্তরবঙ্গে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি পদ থেকে অর্পিতা ঘোষের বদলে দায়িত্বে নিয়ে আসা হল এবার গৌতম দাসকে। প্রসঙ্গত 2019 এর লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূল হেরে গিয়েছিল। উঠে এসেছিল অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ। সেই সময় বিপ্লব মিত্র বালুরঘাটের তৃণমূল সভাপতি ছিলেন। লোকসভা নির্বাচনের পর তাঁর জায়গায় আসেন অর্পিতা ঘোষ। এক বছরের মধ্যেই আবারও নতুন করে বালুরঘাটের তৃণমূল সভাপতি পদে বদল আনা হলো।

অন্যদিকে এবার বর্ষীয়ান তৃণমূল নেতাদের জন্য একটি নতুন পদ তৈরি হয়েছে তৃণমূলে। আর নাম দেওয়া হয়েছে ‘চেয়ারম্যান’। উত্তর কলকাতার চেয়ারম্যান পদে এসেছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার চেয়ারম্যান পদের দায়িত্ব পেলেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। অন্যদিকে দার্জিলিং জেলার চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। তবে রাজনৈতিক মহলে এই চেয়ারম্যান পদটি নিয়ে যথারীতি আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, তৃণমূলের বর্ষীয়ান নেতাদের খুশি করার জন্য এই নতুন পদ তৈরী হয়েছে। অন্যদিকে তৃণমূলের রাজ্য কমিটিতেও এবার এসেছে নতুন মুখ। যার মধ্যে অন্যতম ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজু কমিটি ও জালা কমিটির সাথে সাথে এবার তৃণমূল যুব সংগঠনেও ব্যাপক রদবদল করলেন তৃণমূল যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এবার যুব কমিটিতে নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

আর এই কোর কমিটির 7 জন সদস্য হলেন যথাক্রমে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শান্তা ছেত্রী। বিশেষজ্ঞদের মতে, রাজ্য জুড়ে যে ব্যাপক সাংগঠনিক রদবদল করল শাসকদল তাতে করে বোঝাই যাচ্ছে আগামী দিনের বিধানসভার নির্বাচন জিততে তাঁরা কতটা মরিয়া। অন্যদিকে গেরুয়া শিবিরকে জোরদার টক্কর দিতেই এই ব্যাপক সাংগঠনিক রদবদল বলে মনে করা হচ্ছে। তবে এবারের বিধানসভা নির্বাচনী লড়াই ক্রমে ক্রমে যে বেশ জমে উঠছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!