এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাড্ডার কনভয়ে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কৈলাশ, শোরগোল রাজ্যে!

নাড্ডার কনভয়ে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কৈলাশ, শোরগোল রাজ্যে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে গনতন্ত্র নেই, এই অভিযোগ বিজেপির দীর্ঘদিনের। প্রায় বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা উপস্থিত হলেই তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। আর এবার বুধবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে জনসম্পর্ক অভিযানে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, ঠিক তখনই তার গাড়ি ঘিরে বেশ কিছু লোক বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি বিজেপির সর্বোচ্চ নেতার গাড়ি আটকে কালো পতাকা দেখানো হয় এবং কনভয়ে হামলা করা হয় বলে খবর পাওয়া যায়।

এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে এইকরম ঘটনা ঘটার সাথে সাথেই রীতিমত উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীক। জানা গেছে, দপ্তরের অফিসারদের উদ্দেশ্যে অমিত শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিজেপি সভাপতির নিরাপত্তায় কেন এত খামতি ছিল? এদিকে কেন্দ্রীয় স্তরে যখন এই ব্যাপারটি পৌঁছয় এবং তা নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন কিছুটা হলেও চাপে পড়ে যায় বঙ্গ বিজেপি।

স্বাভাবিকভাবেই গোটা ব্যাপারটি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পুলিশকে একটি বার্তা দেয়া হয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেছেন, যাতে রাজ্য সরকারকে লিখিত নির্দেশ পাঠানো হয়। যেখানে কোনো একটি দলের সর্বভারতীয় সভাপতি নিরাপদ নয়, সেখানে রাজ্যের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা কি পরিস্থিতিতে রয়েছে, তা বোঝানোর চেষ্টা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিকে বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডার। তবে তার আগে বুধবার রাত থেকেই সেই ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীদের ব্যাপক মারধর এবং বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ আসতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই এই কর্মসূচিতে গেলে বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। বুধবারের মত বৃহস্পতিবারেও বিজেপির সর্বভারতীয় সভাপতি যদি আক্রান্ত হন এবং তার কনভয় হামলা করার মত কোনো ঘটনা ঘটে, তাহলে নতুন করে রাজনীতিতে শোরগোল তৈরি হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে এবার কিছুটা হলেও সতর্ক গেরুয়া শিবির। যদিও বা বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বলে দাবি করার চেষ্টা করা হলেও, অন্য এক দাবি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে। তবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে আসার সাথে সাথেই যেভাবে তার কনভয়ে হামলা করা হল এবং তাকে কালো পতাকা দেখানো হলহ তাতে নতুন করে তৃণমূলের বিরুদ্ধে ইস্যু পেয়ে গেছে পদ্ম শিবির।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বলেন, “রাজনীতিতে কালো পতাকা দেখানোর চল রয়েছে‌। তা অন্যায় নয়। অন্যায় হল, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মারধর করা। প্রধানমন্ত্রী সভা করতে এলে তার হেলিকপ্টার নামতে না দেওয়া। সভা করার জন্য জায়গা না দেওয়া।” অন্যদিকে এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ডায়মন্ডহারবারে রবীন্দ্রভবনে আমরা বিজেপি সভাপতির কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের জমিতে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে।”

অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতি তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই সমস্ত কিছু যে বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত সাহার কাছে পৌঁছে যাচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সেই মত করেই বিজেপি আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশানুসারে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে নানা পদক্ষেপ গ্রহণ করবে বলে দাবি রাজনৈতিক মহলের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!