এখন পড়ছেন
হোম > জাতীয় > নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন মোর, কেন্দ্রের নয়া পদক্ষেপে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও বাড়ল

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন মোর, কেন্দ্রের নয়া পদক্ষেপে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও বাড়ল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দু’দিনের সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে এসেই তিনি বিভিন্ন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছে রাজ্যের গেরুয়া শিবির। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগও জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি লিখে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি কে 14 ই ডিসেম্বর এর মধ্যে সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লিতে হাজির হতে বলেছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সেই নির্দেশ ইতিমধ্যেই অমান্য করেছে রাজ্যের প্রশাসনিক আমলারা। চিঠি পাঠিয়ে তাঁরা দিল্লি যাবেন না বলে জানিয়েছেন।

আর এবার কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ, যার ফলে কেন্দ্র-রাজ্য সংঘাত আরো তীব্র আকার ধারণ করতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দায়িত্বে থাকা রাজ্যের 3 আইপিএস আধিকারিককে এবার কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ডেকে পাঠানো হয়েছে চিঠি দিয়ে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার জেপি নাড্ডা ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার সময় তাঁর কনভয় লক্ষ্য করে ব্যাপাক আকারে হামলা হয়। তারই ফলস্বরূপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপ। কেন্দ্রের পদক্ষেপ জানার পরই রাজ্য পাল্টা চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে বলে জানা গিয়েছে।

সংবাদসূত্রের খবর, বাংলার তিন আইপিএস অফিসার যথা- ভোলানাথ পান্ডে যিনি ডায়মন্ডহারবারের পুলিশ সুপার বলে পরিচিত, রাজীব মিশ্র যিনি দক্ষিণবঙ্গের এডিসি বলে পরিচিত এবং প্রবীণ ত্রিপাঠি যাকে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি বলেই জানা যায়। এই তিনজনকে জেপি নাড্ডার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পরেও জেপি নাড্ডার ওপর যেভাবে হামলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বোঝাই যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতির ওপর হামলার ঘটনা নিয়ে এবার কেন্দ্র এবং রাজ্যের বিরোধিতার পারদ ক্রমশ চড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নাড্ডার বাংলা সফরের দ্বিতীয় দিনে নাড্ডার কনভয়ে হামলা নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র বলে মনে করা হচ্ছে। আর তাই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যপাল এবং রাজ্য সরকারকে চিঠি দিয়ে রিপোর্ট চাওয়া হয় এ ব্যাপারে। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করা হয় দিল্লিতে। তাঁরা সেই নির্দেশ খারিজ করার পর এবার তিন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য দিল্লি যাবার নির্দেশ এসেছে বলে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশ সাংবিধানিক অধিকারকে খর্ব করছে বলে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে।

রাজ্য স্পষ্ট জানিয়েছে, কেন্দ্র কোন রাজনৈতিক নেতার নিরাপত্তার গাফিলতির কারণ দেখিয়ে এভাবে কোন আইপিএস আধিকারিকদের সেন্ট্রাল ডেপুটেশনের জন্য ডেকে পাঠাতে পারে না। তবে নিয়মকানুনের ঊর্ধ্বে উঠে রাজ্যে যেরকম তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলেছে, ঠিক সেভাবেই পাল্লা দিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধিতাও চরমে উঠেছে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্যের দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই যেভাবে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত বেড়ে চলেছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!