এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নাড্ডার কনভয়ে হামলার কারণ কি বিস্তারিত জানালেন তৃণমূল সংসদ!

নাড্ডার কনভয়ে হামলার কারণ কি বিস্তারিত জানালেন তৃণমূল সংসদ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা। ইতিমধ্যেই রাজ্যজুড়ে এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপকভাবে টানাপোড়েন। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র স্তরেও চলছে অভিযোগ, প্রতি অভিযোগ। সবমিলিয়ে বাংলায় এই মুহূর্তে ব্যাপক বিতর্ক। রাজ্যে দু’দিনের সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন। সে সময় শিরাকোল এলাকায় তাঁর কনভয় পৌঁছাতেই শুরু হয় ব্যাপকভাবে ইঁট-পাথর বৃষ্টি।

এমনকি জেপি নাড্ডার সঙ্গ দিয়েছিলেন আলাদা আলাদা গাড়িতে করে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। এদের গাড়িও ইঁট বৃষ্টি থেকে রক্ষা পায়নি। গেরুয়া শিবির প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছে, আমতলা থেকে শিরাকোল এর দিকে এগোনোর সময়ে পথের দু’পাশে থেকে ইঁট-পাথর বৃষ্টি শুরু হয়। এ প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। তাঁর দাবি, জেপি নাড্ডার কনভয়ের আগে ছিল কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত রাকেশ সিংয়ের বাইক। এই সমস্ত সমস্যার উৎপত্তি সেখান থেকেই বলে মনে করছেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাকেশ সিং আদতে খিদিরপুরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে 59 টি ফৌজদারি মামলা রয়েছে। নাড্ডার কনভয়ের সামনে রাকেশ বাইক নিয়ে যাচ্ছিল। সে সময় রাস্তার ধারে যেসব মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে রাকেশ, আর তার ফলেই জনতা ক্ষেপে উঠেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তিনি যোগ করেন এর আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা কান্ডেও রাকেশ সিং এবং তাঁর দলবল যুক্ত ছিল। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেপি নাড্ডার বিরুদ্ধেও মুখ খুলেছেন। তিনি দাবি করেন, জেপি নাড্ডা নিয়ম ভেঙে নিয়ে এগিয়েছেন ডায়মন্ড হারবারের দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শ্রীরামপুরের সাংসদ জানিয়েছেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা পান সর্বভারতীয় বিজেপি সভাপতি। যাতায়াতের পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল নিয়ম অনুযায়ী। কিন্তু বাইরের লোক থাকা নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, এসকর্ট, ভিআইপিসহ টেল কার থাকে। যদি কেউ নতুন করে যুক্ত হন তাহলে সেই গাড়ির নাম্বার আগে থেকেই প্রশাসনের কাছে দিয়ে রাখতে হয়। বৃহস্পতিবার সে সব নিয়ম মানা হয়নি। পাশাপাশি জেপি নাড্ডার কনভয়ে রাকেশ সিংয়ের মত ক্রিমিনাল থাকা নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি।

রাকেশ সিংয়ের উস্কানিমূলক আচরণের কারণেই শিরাকোল ও দোস্তিপুরে সমস্ত অশান্তির সূত্রপাত হয়েছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ। ইতিমধ্যেই কনভয়ে হামলার অভিযোগে গত দুদিনে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও হয়েছে বেশ কয়েকটি থানায়, যার মধ্যে উস্তি এবং ফলতা থানাও রয়েছে বলে জানা গিয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তিকে মোটেই মেনে নেয়নি। কারণ, বিজেপি দাবি করছে কনভয়ে হামলার পেছনে একমাত্র দায়ী হলো তৃণমূল এবং তাঁদের আশ্রিত দুষ্কৃতীরা।

অন্যদিকে সর্বভারতীয় বিজেপি সভাপতির কনভয়ে হামলার প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবকে দিল্লি তলব করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যদিও মুখ্য সচিব এবং ডিজি দিল্লি আসার ব্যাপারে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন। তবে রাজনৈতিক মহলে জেপি নাড্ডার কনভয়ে রাকেশ সিংয়ের থাকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে সে দিকে ইঙ্গিত করলেন তাতে জল্পনা যে আরও বাড়বে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!