এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নাড্ডার কনভয়ে হামলা, এদিকে প্রতিবাদে পুড়লো মুখমন্ত্রীর কুশপুত্তলিকা, জেনে নিন

নাড্ডার কনভয়ে হামলা, এদিকে প্রতিবাদে পুড়লো মুখমন্ত্রীর কুশপুত্তলিকা, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে যখন ডায়মন্ড হারবারের কর্মসূচিতে যাচ্ছিলেন, তখন তাঁদের গাড়ি ঘিরে ব্যাপক ভাবে ইটবৃষ্টি করা হয়। জে পি নাড্ডার কনভয় বুলেট প্রুফ থাকায়, তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু আহত হয়েছেন এক বিজেপি কর্মী। গাড়ি ভাঙচুর করা হয়েছে বেশ কিছু বিজেপি নেতার, এক সংবাদমাধ্যমের গাড়ির কাচ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

গতকালের এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূল শিবিরকে। তবে তৃণমূল নেতৃত্ব বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর এই ঘটনার প্রতিবাদে হাওড়ার ডিএম বাংলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। সেখানে পোড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা। শ্লোগান চললো মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে হাওড়ার ডিএম বাংলো ঘেরাও করলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। হাওড়া ডিএম বাংলোর সামনে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মহাত্মা গান্ধী রোড এলাকাজুড়ে। ব্যারিকেড করে পুলিশ তাদের আটকে দেয়। তখন পুলিশের সংঘর্ষ বাধে বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভেঙে তাঁরা এগিয়ে যান।

আপনার মতামত জানান -

বিজেপি কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপত্তলিকা দাহ করেন। প্রতিবাদরত বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্যজুড়ে সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে। বারবার টার্গেট করা হচ্ছে বিজেপি কর্মীদের। বারবার হামলা করা করা হচ্ছে বিজেপি নেতাদের উপর। দলের সর্বভারতীয় সভাপতির উপরে এই হামলার প্রতিবাদে গতকাল হাওড়ার ডিএম বাংলোর সামনে ধন্যা দিলেন তারা।

বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির মহিলা মোর্চা কর্মীরাও যথেষ্টভাবে অংশগ্রহন করেছিলেন। তারা অভিযোগ করেছেন, গতকাল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। সেইসঙ্গে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারের উপরে। এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!