এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাড্ডার পর তৃণমূলের চাপ বাড়িয়ে রাজ্যে ফের আসছেন অমিত শাহ, জেনে নিন

নাড্ডার পর তৃণমূলের চাপ বাড়িয়ে রাজ্যে ফের আসছেন অমিত শাহ, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের আগমন যেন আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে বাংলায়। ইতিমধ্যেই বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন আড্ডার সফরকে কেন্দ্র করে কার্যত টালমাটাল বঙ্গ রাজনীতি। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে জেপি নাড্ডা পৌঁছে যেতেই তার কনভয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির।

আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে আরও চাঙ্গা করতে এবং তৃণমূলকে চাপে রাখতে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ। সূত্রের খবর, আগামী 19 এবং 20 ডিসেম্বর বঙ্গ সফরে আসতে চলেছেন বিজেপির এই শীর্ষ নেতা। আর এখন থেকে প্রতি মাসেই ঘুরিয়ে-ফিরিয়ে পশ্চিমবঙ্গ সফরের কথা রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার। যাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে।

আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যে কোনো মূল্যে বাংলা দখল করতে এবার উদ্যত হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসার পর তার কনভয়ে হামলার মত ঘটনা ঘটার পর মনে করা হয়েছিল, বিজেপি বাংলা দখল থেকে কিছুটা হলেও পিছিয়ে আসবে। তাদের শীর্ষ নেতাদের আগমন কমতে শুরু করবে বাংলায়। কিন্তু তা তো হলই না।

উল্টে জেপি নাড্ডার সফরের মাঝেই জানা গেল, এবার আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহের এই সফরের কথা শোনার পরেই একাংশ দাবি করতে শুরু করেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন কোনোমতেই বাংলা দখলের সুযোগ থেকে পিছু হটতে চায় না। আর তাই সেই টার্গেটকে আরও সামনের দিকে রেখে জেপি নাড্ডার পর এবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, চলতি মাসের যে কোনো দিন বিজেপিতে যোগদান করতে পারেনি তৃণমূলের শীর্ষ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে তিনি রাজ্যে অমিত শাহ বা জেপি নাড্ডার মত শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সেই যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, বিজেপি নিশ্চিত বুথের সংগঠনকে যদি শক্তিশালী করা যায়, তাহলে এমনিতেই জয় চলে আসবে। তাই এখন রাজ্য নেতৃত্বের ওপর খুব একটা ভরসা না করে কেন্দ্রের শীর্ষ নেতারা বারেবারে বাংলা সফর করতে শুরু করেছেন।

কেননা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালো করেই জানে, যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যায়, তাহলে শেষ পর্যন্ত সাফল্য আসবে। তাই জেপি নাড্ডার ওপর হামলা হলেও সেখান থেকে পিছিয়ে না এসে বরঞ্চ বাংলায় সফর করতে উদ্যত হলেন অমিত শাহ। আর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে এই উদ্যোগে কার্যত পরিষ্কার, এবার বিজেপি কোনো মতেই বাংলা দখলের টার্গেট থেকে পিছু হটতে রাজি নয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!