এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > নাড্ডার সফরে ত্রস্ত রাজ্য প্রশাসন থেকে শাসকদল, নজরে বর্ধমান জেলা

নাড্ডার সফরে ত্রস্ত রাজ্য প্রশাসন থেকে শাসকদল, নজরে বর্ধমান জেলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে জোরদার চর্চা চলছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জেলা সফর নিয়ে। কিছুদিন আগেই জেপি নাড্ডা রোড শো করে ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোল এলাকায় আক্রান্ত হন। আর তাই নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয় তুমুল উত্তেজনা। এবারে আগেভাগেই তার জন্য সাবধানতা অবলম্বন করা হয়েছে বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় আজ পা দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বর্ধমান জেলায় পা দেওয়ার পর থেকেই নানান কর্মসূচিতে ঠাসা তাঁর সফরসূচি। সূত্রের খবর, জেপি নাড্ডা শনিবার দুপুর তিনটে নাগাদ সমস্ত কর্মসূচির মাঝেই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে দর্শন করতে যাবেন। কিন্তু এই দর্শন নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা।

জানা গিয়েছে, দুপুর একটা থেকে চারটে পর্যন্ত বর্ধমানের সর্বমঙ্গলা মা থাকেন নিদ্রায়। সেসময় মন্দিরের দরজা বন্ধ থাকে সর্বসাধারণের জন্য। সেক্ষেত্রে নাড্ডার সময় অনুযায়ী মায়ের দর্শন তিনি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। বিধানসভা নির্বাচনের আগে শনিবার পূর্ব বর্ধমানে প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অন্ডাল থেকে তিনি প্রথমে কাটোয়ার জগদানন্দপুর যাবেন বলে জানা গেছে। সেখানে গোপীনাথ জিউর মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন তাঁর কর্মসূচি। প্রথমেই তিনি মুস্থুলি গ্রামের কৃষক সুরক্ষা জনসভায় যোগ দেবেন এবং তারপর বিজেপি নেতাদের নিয়ে কৃষক পরিবারে গিয়ে করবেন একমুঠো শস্য সংগ্রহ।

এরপর তিনি গ্রামেরই একটি কৃষক পরিবারে দুপুরের মধ্যাহ্নভোজন সারবেন বলে জানা গিয়েছে। মধ্যাহ্নভোজনের পর জি টি রোডের বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। এই রোড শো নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিকভাবে যে রোডম্যাপ দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে, প্রশাসন তা খারিজ করে দেয়। পরবর্তীতে আবার নতুন রোডম্যাপ তৈরি হয়। অন্যদিকে এই রোড শো এর পরেই সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা নাড্ডার। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মন্দির কর্তৃপক্ষের দাবি, ভিভিআইপি দর্শন করতে আসছেন মন্দির তা আগে থেকে কিছুই জানানো হয়নি তাঁদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অতএব নাড্ডা বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে গেলেও দেবী দর্শন করতে পারবেন কিনা তা নিয়ে থাকছে সন্দেহ। মন্দিরের ট্রাস্টি বোর্ড পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নিয়মবহির্ভূতভাবে তাঁরা প্রতিমা দর্শন করতে দিতে পারবেন না। অন্যদিকে জেপি নাড্ডা বর্ধমান জেলায় আসার সূচনা মাত্রেই শুরু হয়ে গেছে অশান্তি। তীব্র উত্তেজনা বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তৃণমূলের অভিযোগ, গেরুয়া শিবিরের ফ্লেক্স, ব্যানার টাঙানোর সময় ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দিয়েছে বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি আসার দরুণ কোনরকম অশান্তি যে দল চাইছে না সে কথাও বলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জেলা সফর নিয়ে যথেষ্ট সাবধানী এবার প্রশাসন থেকে শাসক দল। প্রসঙ্গত, এর আগেরবার জেপি নাড্ডার মিছিলে হামলার ঘটনায় জল যে অনেক দূর গড়িয়েছিল তা সবারই জানা। দিল্লি থেকে ডাক পড়েছিল রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের। আর তাই এবার আগেভাগেই চূড়ান্ত সতর্কতা চারিদিকে। সবমিলিয়ে ওয়াকিবহাল মহলের নজর থাকবে জেপি নাড্ডার আজকের সফরসূচির ওপর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!