এখন পড়ছেন
হোম > জাতীয় > নাড্ডার সঙ্গে হঠাৎ বৈঠক বিজেপির অভিমানী সাংসদের, এবার কি তবে গলবে বরফ?প্রশ্ন রাজনীতি মহলের

নাড্ডার সঙ্গে হঠাৎ বৈঠক বিজেপির অভিমানী সাংসদের, এবার কি তবে গলবে বরফ?প্রশ্ন রাজনীতি মহলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জে পি নাড্ডার সঙ্গে দিল্লি গিয়ে বৈঠক করে এলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বেশ কিছুদিন ধরেই দলের একাংশের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রিসভা সম্প্রসারণের দিনে দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দলের যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

কিন্তু দলের বিরুদ্ধে এরপরও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন একাধিকবার সোশ্যাল মিডিয়ায়। বিশেষকরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে, এরপরও শুভেন্দু অধিকারী তাঁকে তাঁর ভাই বলে সম্বোধন করেছিলেন। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জোকার বলে কটাক্ষ করেছিলেন। তাঁকে নিয়ে অস্বস্তি বাড়ছিল দলের। এবার তিনি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই হঠাৎ করে দিল্লি সফরের উদ্দেশ্য নিয়ে তিনি কোনো বক্তব্য রাখেননি। হঠাৎ করে কেন দিল্লি গেলেন তিনি? এ বিষয়ে তাঁকে প্রশ্ন করলেও তিনি উত্তর দেননি। তবে বিজেপি সূত্র থেকে জানা গেছে যে, ভোট-পরবর্তী হিংসা ও হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কথা বলেছেন তিনি। এই বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন যে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করতে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না। দলের নাম বিজেপি তাই মন খুলে নিজের কথা বলতে পেরেছেন তিনি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন তিনি।

আগামী পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুরে তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আবার তাঁর সংসদীয় এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বেশকিছু আবেদন জানিয়েছেন তিনি দলের সর্বভারতীয় সভাপতির কাছে। ৫ বছরে ২৫ কোটি টাকা খরচের একটা ব্লু প্রিন্ট তৈরি করেছেন তিনি। এছাড়া পানীয় জল সরবরাহ, নতুন করে রাজপথ নির্মাণ, হাসপাতাল, কেন্দ্রীয় বিদ্যালয়, বিষ্ণুপুরকে হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। তাঁর এই বৈঠকের পর স্বস্তির হাওয়া গেরুয়া শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!