এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রাম নিয়ে বিশেষ ঘোষণা নির্বাচন কমিশনের

নন্দীগ্রাম নিয়ে বিশেষ ঘোষণা নির্বাচন কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল আক্ষরিক অর্থেই হটসিট হয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রামে প্রথমদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। একটা সময় আবার মুখ্যমন্ত্রী এগিয়ে যান। বিকেলের দিকে এক সংবাদ মাধ্যমে জানা যায়, নন্দীগ্রামে ভোটে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরপর সন্ধ্যেবেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, মুখ্যমন্ত্রী নন নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর হার মেনে নিতে পারে নি রাজ্যের শাসক দল তৃণমূল। কারচুপির অভিযোগ তুলে নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছিল তৃণমূল। তৃণমূলের দাবি, তাদের অনেক ভোটকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাদের অভিযোগ, গণণার সময় বেশ কিছুক্ষণ সার্ভার বন্ধ ছিল। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, শুভেন্দু অধিকারী নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৬৭৩। অন্যদিকে মুখ্যমন্ত্রী ভোট পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭টি । মীনাক্ষী মুখোপাধ্যায় ভোট পেয়েছেন ৬ হাজার ১৯৮। কাজেই নন্দীগ্রামে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সমস্ত রাউন্ডের গণনা শেষে তৃণমূলের এজেন্টরা তাতে স্বাক্ষর করেছেন ও সম্মতি দিয়েছেন। যদি কোনো কারচুপি থাকতো তাহলে তাঁরা কেন সেখানে স্বাক্ষর করেছেন? এরপর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, নন্দীগ্রামে তিনি পরাজিত হয়েছেন। নন্দীগ্রাম যে রায় দেবে, তা তিনি মাথা পেতে নেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!