এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের মাটি থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, জানুন বিস্তারিত

নন্দীগ্রামের মাটি থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামের জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল নেতা আবু তাহের, মানস ভুঁইয়া প্রমুখ। পশ্চিম মেদিনীপুরের বহু বিধায়ক এসেছেন মুখ্যমন্ত্রীর জনসভায়। উপস্থিত হয়েছেন অজিত মাইতি, বীরেন রায়, শিউলি সাহা, উপস্থিত হয়েছেন দোলা সেন। তাঁকে মুখ্যমন্ত্রী আন্দোলনের অন্যতম সঙ্গি ও সৈনিক হিসেবে সম্বোধন করলেন। আজ নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

আজ নন্দীগ্রামে নিখোঁজ ও শহীদদের পরিবারের হাতে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে আসার সময় মুখ্যমন্ত্রীকে বিশেষ শুভেচ্ছা জানালেন কবীর সুমন। মুখ্যমন্ত্রী জানালেন যে, নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার টান আছে। যা পূর্বে ছিল, যা চিরকাল থাকবে। সোনাচূড়াতে টেকনিক্যাল ইনস্টিটিউট এর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জানালেন বিজেপির সমীক্ষার রিপোর্ট উল্টো করে দেখায়। আসল সমীক্ষায় দেখানো হয়েছে তৃণমূল ২০০ এরও বেশি আসন লাভ করবে। বিজেপির হাতে যাবে মাত্র ৫১ টি আসন। জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন যে, সমস্ত ভিডিওতে বিশ্বাস না করতে। বেশিরভাগ হলো ফেক ও ভেক। ভেকধারী মানুষেরা নাটক তৈরি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, মানুষ তাতে বিশ্বাস করছে। তিনি জানালেন বিজেপি হাজার হাজার কোটি টাকা দিয়ে কুৎসা রটাচ্ছে।

কেউ একটু ইধার-উধার করতে শুরু করেছে। তিনি জানান আগে সুপ্রকাশ গিরির সঙ্গে লড়তে, তারপর তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করতে। কেউ চাইলে যেতেই পারে। এটা স্বাধীনতা। রাজনীতিতে তিন ধরনের মানুষ থাকে। একদল লোভী, একদল ভোগী, আরেক দল ত্যাগ করতে জানেন। যারা ত্যাগ করতে জানেন, তাঁরা কোথাও যাবেন না। আরেক দলের আছে প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা। সেই টাকা রক্ষা করতেই তারা দল ছারে। তাঁর কটাক্ষ, ” বিজেপি নেতারা বলছে, হয় জেলে নয় ঘরে। তৃণমূল করলে জেলে ভরব, বিজেপি ওয়াশিং মেশিন। কালো হয়ে ঢুকবে, সাদা হয়ে বেরিয়ে আসবে। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, কেন্দ্রের নয়াকৃষি আইন যদি প্রত্যাহার করা না হয়? তবে সিঙ্গুর-নন্দীগ্রামের মত তিনি আন্দোলন করবেন। নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার টান আছে। নন্দীগ্রামে কোথায় হেলেঞ্চার বড়া পাওয়া যায়? তা তিনি জানেন। তিনি আবু সুফিয়ান, আবু তাহেরের বাড়ি চেনেন। নন্দীগ্রামকে নিয়ে তিনি বই লিখেছেন, কবিতা লিখেছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকে হলদিয়া যোগাযোগের জন্য সেতু নির্মাণ করবেন তিনি।

মুখ্যমন্ত্রী জানালেন যে, তিনি কারও কাছ থেকে জ্ঞান নেবেন না। নন্দীগ্রাম আন্দোলন কে করেছে? আর কারা করেছে? তা তিনি জানেন। সূর্যোদয়ের পর সিপিএম নন্দীগ্রামে মিডিয়াকে ঢুকতে দিত না। তিনি বসে বসে পাহারা দিতেন। তিনি জানালেন, সে সময় তাঁকে নানাভাবে আটকে দেবার চেষ্টা করা হয়েছিল। তখন কাউকেই তিনি এখানে দেখেন নি। সে সময় রাজ্যপাল তাঁকে বলেছিলেন যে, তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানালেন যে, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আন্দোলন তৈরি হয়েছিল। তিনি তখন রাস্তায় বসে অনশন করেছিলেন। অনেকে বড় বড় কথা বলে থাকেন। কিন্তু আন্দোলন তৈরি হয়েছিল সিঙ্গুর থেকে। তাঁর আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল যে, কৃষি জমি জোর করে দখল করা যাবে না, এই নির্দেশ আনতে। জমি আইনকে বদলে দিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর জানালেন যে, ২৯৪ টি কেন্দ্রেই তিনি লড়বেন। হয়তো তিনি বেশি সময় দিতে পারবেন না। তবে জনগণের কাজ সবসময় করে দেবেন বলে জানালেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন যে, তিনি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ান, তবে কেমন হবে? তিনি জানালেন নন্দীগ্রামে কোন ভাল মানুষকেই দেয়া হবে। এখনই তিনি নাম ঘোষণা করছেন না, পরবর্তীতে নাম ঘোষণা করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!