এখন পড়ছেন
হোম > জাতীয় > নদীয়াতে মোদির সভায় জনসমুদ্র! “স্টিকার দিদি” নামে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

নদীয়াতে মোদির সভায় জনসমুদ্র! “স্টিকার দিদি” নামে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা ফের ক্ষমতায় আসতে দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে এবার বাড়তি নজর দিয়েছে বাংলায়। আর তাইতো নির্বাচনের দামামা বাজবার পর একাধিক বার বাংলায় এসে গেরুয়া ঝড় তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার ফের বঙ্গ সফরে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন নদীয়ার তাহেরপুরের নির্বাচনী জনসভায় রানাঘাট কৃষ্ণনগর ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। এর আগে বাংলায় এসে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে “স্পিডব্রেকার” বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। আর এবার তাহেরপুরের জনসভা থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিডব্রেকারের পাশাপাশি “স্টিকার দিদি” বলেও উল্লেখ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন জনসভায় উপস্থিত হয়েই বক্তব্য রাখতে ওঠে প্রথমেই বাংলা ভাষায় নরেন্দ্র মোদী বলেন “নমস্কার, আপনারা সবাই কেমন আছেন?”  এরপরই মতুয়াদের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার জন্য মতুয়া সম্প্রদায়কে দুর্বিষহ করে রাখতে চায় এখানকার সরকার। আজকে সব কিছু সুবিধা পেতে গেলে সিন্ডিকেটের কাছে যেতে হয়। সিন্ডিকেটের জন্যই আজকে তৃণমূল টিকে রয়েছে। অতীতে কংগ্রেস সরকার চালিয়ে যে ভুলগুলো করেছিল, সেই ভুল সংশোধনের কাজই চৌকিদার করছে। বিজেপি এমন এক সরকার চালিয়েছে, যা জনগণের জন্য কাজ করেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার বিগত পাঁচ বছরে সাধারণ মানুষের কল্যাণে কি কি জনমোহিনী কাজ করেছে – তার খতিয়ানও এদিন নদিয়ার তাহেরপুরের সভা থেকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, “একসময় শুধুই ধনীদের জন্য বিমা যোজনা ছিল। কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রী জীবনজ্যোতি এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এনেছে গরিব মানুষদের জন্য। গরীব মহিলাদের এখন আগুনের উনুনে হয় না। দেশের সাত কোটি মহিলাকে আমরা বিনামূল্যে এলপিজির কানেকশন দিয়েছি। আমি গরিবি জীবন কাটিয়েছি। আমার মা উনুনে কাঠ জ্বালিয়ে খাবার করতেন। গোটা ঘর ধোঁয়ায় ভরে যেত। আমি কষ্টটা জানি। ধোঁয়া শিশুদের জন্য ক্ষতিকারক। আর এর জন্যই আমি দেশের মা বোনেদের গ্যাসের কানেকশন দেওয়ার চেষ্টা করেছি।”

নিজের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পরই কেন্দ্রের সমস্ত প্রকল্প রাজ্য নিজেদের নামে চালাচ্ছে এই তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে “স্টিকার দিদি” হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “স্পিড বেকার দিদি এখন স্টিকার দিদি হয়ে গেছেন। কেন্দ্রের বিজেপি সরকার আপনাদের জন্য প্রকল্প দেয়। আর ওই প্রকল্পের উপর উনি নিজের স্টিকার সেটে দেন। পিসি আর ভাইপোর খেলা এখন সকলে জেনে গেছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্র বনাম রাজ্যের প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রকল্প রাজ্যের বলে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার নদীয়ার তাহেরপুরের নির্বাচনী জনসভায় এসে সেই মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে পাল্টা কেন্দ্রের প্রকল্প রাজ্য নিজের বলে চালাচ্ছে বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে “স্টিকার দিদি” হিসেবে উল্লেখ করে বাংলায় গেরুয়া ঝড় তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!