এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিধানসভার আগে বড় ধামাকা! নভেম্বরেই নদীয়াবাসীর জন্য স্বপ্নের উপহার দিতে চলেছেন মমতা?

বিধানসভার আগে বড় ধামাকা! নভেম্বরেই নদীয়াবাসীর জন্য স্বপ্নের উপহার দিতে চলেছেন মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ভোটের আগেই নদীয়ার মানুষদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরই কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির জন্য শিলান্যাস করেছিলেন তিনি। আর চলতি শিক্ষাবর্ষেই তাই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার কথা ছিল কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ সংলগ্ন মাঠে।

যদিও এই বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানা গেছে, তবে এরই মধ্যে কৃষ্ণনগর উইমেন্স কলেজে অস্থায়ীভাবে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে ইতিমধ্যেই নতুন শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে হবে বলে জানা গেছে।

আগামী মাসের ৩ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা যায়। অন্যদিকে সেপ্টেম্বর মাসের ১ তারিখই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মিতা বন্দ্যোপাধ্যায়কে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল। আর ১০ই সেপ্টেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে এই কলেজে রেজিস্টার হিসেবে নিয়োগ করা হবে বলে জানানো হয়।

তথ্য সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় চালু করার ক্ষেত্রে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে কৃষ্ণনগর উইমেন্স কলেজে এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্লাস শুরু হবে বলে জানা যায়। প্রাথমিকভাবে বাংলা-ইংরেজি ইতিহাস এবং এডুকেশন বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয় শুরু হবে বলে তথ্য সূত্রে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে প্রতিটি বিভাগে থাকবে ৪৫ টি করে আসন। পরবর্তীকালে ছাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আসন সংখ্যা আরও পাঁচটি করে বাড়ানো হবে বলে জানা যায়। তবে এক্ষেত্রে ফ্রম জমা দেওয়ার জন্য খরচ লাগবে না বলেই জানানো হয়েছে। কেবলমাত্র ভর্তির সময় টাকা জমা দিতে হবে।

অন্যদিকে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখনো কোনো স্থায়ী পদের কথা ভাবা হয়নি। প্রাথমিকভাবে প্রতিটি বিভাগের জন্য আপাতত দুজন করে অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে। ছয় মাস পরে দ্বিতীয় সেমিস্টার শুরু হওয়ার আগে আরও অতিথি শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, ওয়েবেল থেকে অস্থায়ী পদের জন্য অশিক্ষক লোক নিয়োগ করা হবে বলেও জানা যায়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বলেন, অনলাইনের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। আপাতত সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

বস্তুত, কন্যাশ্রীরা যাতে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করতে পারেন সেই জন্যই এই প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে যেখানে এতদিন মেয়েদের জন্য কেবলমাত্র ডায়মন্ড হারবারে বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কৃষ্ণনগরে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় পরিকল্পনার যে যথেষ্ট পরিমাণে সফল হবে সেই আশায় রেখেছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!