এখন পড়ছেন
হোম > জাতীয় > সংকট কাটিয়ে অবশেষে নাগাল্যান্ড নিয়ে হাঁফ ছেড়ে বাঁচল বিজেপি নেতৃত্ত্ব

সংকট কাটিয়ে অবশেষে নাগাল্যান্ড নিয়ে হাঁফ ছেড়ে বাঁচল বিজেপি নেতৃত্ত্ব

বিজেপির চাপেই মুখমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলে নাগাল্যান্ডের মুখমন্ত্রী জেলিয়াং, এমনটাই রাজনৈতিক সূত্রের খবর। ”নাগাল্যান্ডবাসী আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। নতুন সরকারকে বিরোধী হিসেবে সব ধরনের সাহায্য করব।” পত্যাগের পর এমনটাই মন্তব্য করেন জেলিয়াং। এদিকে নেফিয়ু রিও ওই পদে অধিষ্ঠানের দাবি জানান। জানা গেছে রাজ্যপাল তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমান দিতে বলেছেন। রিও মোট ১২ জনকে মন্ত্রী পদের জন্য তালিকাভুক্ত করেছেন বলে জানা গেছে। মন্ত্রী হিসাবে এনডিপিপি ও বিজেপির ৫ জন রয়েছেন রিওর প্রস্তাবিত মন্ত্রীর তালিকায়। সূত্রের খবর এদিন রাজনাথ সিংহ ও অমিত শাহ নাগাল্যান্ডের সমস্যা মিতে যাওয়ার কারণে শিলং থেকে দিল্লি ফিরে এলেও রিওর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন তাদের উপস্থিত থাকার কথা আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!