এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নাগরিকত্ব খারিজের পদক্ষেপ শুরু করতেই পলাতক হিরে ব্যবসায়ী

নাগরিকত্ব খারিজের পদক্ষেপ শুরু করতেই পলাতক হিরে ব্যবসায়ী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপুল অর্থ জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত হলেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। গত ২০১৮ সালে ভারত থেকে পলায়ন করে অ্যান্টিগুয়াতে চলে যান এই ব্যবসায়ী। অ্যান্টিগুয়ার নাগরিকত্ব পাওয়ার পর সেখানে অবস্থান করছিলেন তিনি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোটি টাকার জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত হলেন তিনি। সম্প্রতি তার নাগরিকত্ব খারিজ করে দিতে অ্যান্টিগুয়ার কাছে আর্জি জানায় ভারত। এরপরই অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ এই হিরে ব্যবসায়ী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ক্যারিবিয়ান দ্বীপ অ্যান্টিগুয়া ও বারবুদায় নাগরিকত্ব পেয়েছিলেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। রবিবার তার বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে তাকে বের হতে দেখা গিয়েছিল। তারপর থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না। অ্যান্টিগুয়ার সংবাদপত্র অ্যান্টিগুয়া নিউজে জানানো হয়েছে যে, ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসির ঠিকানায় খোঁজ করা হচ্ছে। তার নিখোঁজ হওয়ার গুজব রটে গেছে।

তবে, তার আইনজীবীও তার নিখোঁজ হওয়ার কথা গণমাধ্যমে জানিয়েছেন। সন্দেহ করা হচ্ছে, মেহুল চোকসি অ্যান্টিগুয়া ছেড়ে কিউবাতে পালিয়ে যেতে পারেন। এই ব্যবসায়ীর কিউবাতে একটি বিলাসবহুল বাড়ি ও বহু সম্পত্তি রয়েছে। তাই অনেকে মনে করছেন, সেখানেই হয়তো গা টাকা দিতে পারেন তিনি। তার খোঁজে তদন্ত চালাচ্ছে অ্যান্টিগুয়া পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!